অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ২
১. একটি নেটওয়ার্ক তৈরি করতে সর্বনিম্ন কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?
ক. ১টি খ. ২টি
গ. ৫টি ঘ. অসংখ্য
২. সাধারণত সত্যিকারের নেটওয়ার্ক তৈরি করতে কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?
ক. ২টি খ. ৪টি
গ. ৫টি ঘ. অনেক
৩. ‘সার্ভার’ শব্দের অর্থ কী?
ক. তথ্য বিলি করা খ. তথ্য গ্রহণ করা
গ. তথ্য সার্ভ করা ঘ. তথ্য পাঠানো
৪. সার্ভার কিসের সঙ্গে সম্পর্কিত?
ক. টেলিভিশন
খ. ইন্টারনেট
গ. কম্পিউটার নেটওয়ার্ক
ঘ. রেডিও নেটওয়ার্ক
৫. একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. অনেক
৬. সার্ভার কী?
ক. শক্তিশালী কম্পিউটার
খ. দুর্বল কম্পিউটার
গ. মডেম
ঘ. রাউটার
৭. কম্পিউটার নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রক কোনটি?
ক. হাব খ. রাউটার
গ. সার্ভার ঘ. সুইচ
৮. ই-মেইল পাঠানোর কাজ করে কোন সার্ভার?
ক. এফটিপি সার্ভার
খ. টেলনেট সার্ভার
গ. নেট সার্ভার
ঘ. ই-মেইল সার্ভার
৯. সার্ভার চালানোর জন্য দক্ষ কর্মীর পাশাপাশি কোনটি প্রয়োজন হয়?
ক. মডেম
খ. মুঠোফোন
গ. কম্পিউটার
ঘ. মূল্যবান ও জটিল সফটওয়্যার
১০. কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ই-মেইল পাঠালে কম্পিউটারকে কী বলে?
ক. ক্লায়েন্ট খ. রিসোর্স
গ. সার্ভার ঘ. ই-মেইল
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.খ ২.ঘ ৩.গ ৪.গ ৫.ঘ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা