অধ্যায় ১
১. প্রশ্ন: যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর: গুণ্য।
২. প্রশ্ন: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর: গুণক।
৩. প্রশ্ন: গুণক শূন্য হলে গুণফল কত হয়?
উত্তর: শূন্য (০)
৪. প্রশ্ন: গুণ্য শূন্য (০) হলে গুণফল কত হবে?
উত্তর: শূন্য (০)
৫. প্রশ্ন: যদি গুণফল শূন্য (০) হয়, সে ক্ষেত্রে গুণক ৫০ হলে গুণ্য কত?
উত্তর: শূন্য (০)
৬. প্রশ্ন: কোন ক্ষেত্রে গুণ্য, গুণক এবং গুণফলের মান সমান হবে?
উত্তর: গুণ্য, গুণক এবং গুণফলের মান ১ অথবা শূন্য (০) হলে।
৭. প্রশ্ন: গুণ্য বা গুণক যেকোনো একটির মান শূন্য হলে গুণফল কত হবে?
উত্তর: শূন্য (০)।
৮. প্রশ্ন: ৪৩৯×৩২৮ = ১৪৩৯৯২, এখানে গুণ্য কত?
উত্তর: ৪৩৯
৯. প্রশ্ন: ৮৫৩×৯৬৭ = ৮২৪৮৫১, এখানে গুণক কত?
উত্তর: ৯৬৭
১০. প্রশ্ন: ৭৬০ কে শূন্য (০) দ্বারা গুণ করলে, গুণফল কত হবে?
উত্তর: শূন্য (০)
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা