এইচএসসি ২০২২ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১১. পেশাগত জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করে জীবিকা অর্জন করতে পারেন—

i. ডাক্তার

ii. আইনজীবী

iii. শিক্ষক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১২. কোন দেশে প্রথম সমাজকর্মী নিয়োগ দেওয়া শুরু হয়?

ক. যুক্তরাষ্ট্রে খ. ইংল্যান্ডে

গ. জাপানে ঘ. জার্মানিতে

১৩. সমাজকর্মের নৈতিক মানদণ্ড প্রণয়ন করা হয়—

ক. ১৯০৫ সালে খ. ১৯৪২ সালে

গ. ১৯৬০ সালে ঘ. ১৯৭১ সালে

১৪. কোন কাজ বদলযোগ্য নয়?

ক. পেশাগত খ. বৃত্তিমূলক

গ. সেবামূলক ঘ. কল্যাণমূলক

১৫. ‘সক্ষমকারী পেশা’ বলতে বোঝায়—

ক. সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা

খ. সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা

গ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া

ঘ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা

১৬. কোন সংস্থা কর্তৃক সমাজকর্মের মূল্যবোধ নির্ধারিত হয়?

ক. IFSW খ. NASW

গ. ISWR ঘ. IER

১৭. সাধারণত সমাজকর্ম পেশা ও সমাজকর্মীদের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. মূল্যবোধ ও নীতিমালা

খ. উপাদান ও বৈশিষ্ট্য

গ. মূল্যবোধ ও উপাদান

ঘ. পদ্ধতি ও নীতিমালা

১৮. নিচের কোনটি চরম মূল্যবোধের উদাহরণ?

ক. ভোটাধিকার খ. বাক্স্বাধীনতা

গ. বৈষম্যহীনতা ঘ. গণতান্ত্রিক অধিকার

১৯. প্রতিটি দেশেরই পেশাগত প্রতিষ্ঠান বিদ্যমান থাকে—

i. পেশার সামগ্রিক উন্নয়নের জন্য

ii. পেশাদার ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণের জন্য

iii. পেশার প্রচারের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২০. পেশার ইংরেজি প্রতিশব্দ ‘Profession’ কোন শব্দ থেকে এসেছে?

ক. গ্রিক খ. লাতিন

গ. জার্মানি ঘ. ফারসি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.খ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, মুন্সীগঞ্জ সরকারি কলেজ, মুন্সীগঞ্জ

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) ▶