এসএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৮১. Insert ট্যাবের অন্তর্ভুক্ত অপশন কোনটি?

ক. New খ. Save

গ. Chart ঘ. Open

৮২. কোনো ছবি ডকুমেন্টে যোগ করতে কোন ট্যাবে যেতে হবে?

ক. Insert খ. Home

গ. Review ঘ. Maillings

৮৩. Header and Footer কোথায় থাকে?

ক. Header Footer ট্যাবে

খ. Clipboard-এ

গ. Insert ট্যাবে

ঘ. References ট্যাবে

৮৪. Page Number অপশনটি কোন গ্রুপে থাকে?

ক. Paragraph

খ. Links

গ. Header and Footer

ঘ. Arrange

৮৫. ওয়ার্ড প্রসেসরে বুলেট ও নম্বর ব্যবহারের উদ্দেশ্য হলো—

i. তালিকা তৈরি ও ধারাবাহিকতা রক্ষা

ii. লেখাকে গুছিয়ে উপস্থাপন করা

iii. লেখাকে বিভিন্ন ফন্ট নামে উপস্থাপন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৬. ওয়ার্ডে নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়—

i. বক্স আকারে

ii. ওয়ার্ড আর্ট আকারে

iii. টেবিল আকারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৭. Insert table অংশে সাধারণভাবে কয়টি রো এবং কলাম থাকে?

ক. ৮টি রো এবং ১০টি কলাম

খ. ১০টি রো এবং ৮টি কলাম

গ. ৫টি রো এবং ১০টি কলাম

ঘ. ৮টি রো এবং ৫টি কলাম

৮৮. টেবিলের মাঝে ৪টি ঘর একীভূত করতে কোন কমান্ড ব্যবহার করতে হবে?

ক. Merge খ. Delete

গ. Delete table ঘ. Alt+Ctrl+B

৮৯. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ট্যাব–কি একবার চাপলে কত ইঞ্চি জায়গা সরে?

ক. আধা খ. এক

গ. দেড় ঘ. দুই

৯০. নিজস্ব মার্জিন ব্যবহার করতে চাইলে মার্জিনের কোন অপশনে যেতে হবে?

ক. Margin খ. Narrow

গ. Mirror ঘ. Custom

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৮১.গ ৮২.ক ৮৩.গ ৮৪.গ ৮৫.ক ৮৬.ঘ ৮৭.ক ৮৮.ক ৮৯.ক ৯০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা