পণ্য, সুশাসন, নিয়ত বায়ু, নগররাষ্ট্র স্পার্টা

পণ্য

যেসব দ্রব্য ও অবস্তুগত সেবা উপযোগসম্পন্ন এবং বিক্রয়যোগ্য, তাদের পণ্য বলে। সব দ্রব্য পণ্য নয়, কিন্তু সব অর্থনৈতিক দ্রব্যই পণ্য। সব সেবা পণ্য নয়, কিন্তু সব অর্থনৈতিক সেবাই পণ্য। এটি অর্থনৈতিক মূল্য তৈরি করে এবং বাজারে প্রদর্শন করা হয়। সকল অর্থনৈতিক দ্রব্য এবং সেবা পণ্য হিসাবে গণ্য হয়, যতই তা সরবরাহ এবং বিনিময়ে নিষ্ক্রিয় হোক না কেন। বর্তমানে পণ্যের বিনিময় এবং ব্যবহার বাড়াতে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। যা তার গুণগত মান এবং প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিত করে। পণ্যের পরিচয়, সংরক্ষণ, পরিবহন এবং বিপণনের জন্য প্রযুক্তি একটি কার্যকরি উপকরণ।

আরও পড়ুন

সুশাসন

‘সুশাসন’ বিষয়টি বহুমাত্রিক এবং আন্তর্জাতিক ধারণা। ‘সুশাসন’ ধারণাটির উদ্ভাবন করে বিশ্বব্যাংক। ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় প্রথম ‘সুশাসন’ শব্দটি ব্যবহার করা হয়। বিশ্বব্যাংকের সুশাসনের চারটি বৈশিষ্ট্যে হলো—সরকারি প্রশাসন ব্যবস্থাপনা, জবাবদিহি, উন্নয়নের বৈধ কাঠামো এবং স্বচ্ছতা ও তথ্যপ্রবাহ।

আরও পড়ুন

নিয়ত বায়ু

বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য অনুযায়ী ভূপৃষ্ঠের উচ্চচাপ থেকে নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর নিয়মিত প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ুর অপর নাম প্রবহমান বায়ু বা স্থায়ী বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ উচ্চচাপ থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বা দিকে বেঁকে যায়।

আরও পড়ুন

নগররাষ্ট্র স্পার্টা

প্রাচীন গ্রিসে অনেক নগররাষ্ট্র গড়ে উঠেছিল। স্পার্টা সেইসব নগররাষ্ট্রের মধ্যে ছিল অন্যতম। স্পার্টা নগররাষ্ট্রের অবস্থান ছিল দক্ষিণ গ্রিসের পেলোপনেসাস নামক অঞ্চলে। এটি তার সামরিক শক্তি এবং অনন্য সামাজিক ব্যবস্থার জন্য প্রসিদ্ধ ছিল। স্পার্টান সমাজে শৃঙ্খলা, সম্প্রীতি এবং সামরিক প্রশিক্ষণ প্রধান কাজ হিসেবে গণ্য হত। এই মৌলিক বৈশিষ্ট্যের জন্য স্পার্টা একটি বিশেষ সামরিক শক্তি হিসাবে গড়ে ওঠে।

আরও পড়ুন