মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ৭ম শ্রেণিতে ছাত্র ও ছাত্রী ক্যাডেট ভর্তি

আবেদনের শেষ তারিখ ২৭ ডিসেম্বর ২০২৩

মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক স্থাপিত ও পরিচালিত সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এটি যশোর শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি মাধ্যমের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ক্যাডেট কলেজের আদলে সামরিক কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্বাবধানে ক্যাডেটদেরকে শারীরিকভাবে সুস্থ সবল, নৈতিক গুণাবলী ও নেতৃত্বের প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। 

পড়াশুনার পাশাপাশি নিয়মিত সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, খেলাধূলা ও সাঁতার প্রশিক্ষণ, ইংরেজিতে কথোপকথন দক্ষতা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিনড়ব প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির মাধ্যমে একজন ক্যাডেটকে চৌকস ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। এখান থেকে বের হওয়া ক্যাডেটদের সরাসরি আইএসএসবিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

যোগ্যতা

বাংলাদেশি নাগরিক হতে হবে, ষষ্ঠ শ্রেণি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ও শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২৪ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস।

উচ্চতা: সর্বনিম্ন ৪ ফুট ৮ ইঞ্চি অথবা ৫৬ ইঞ্চি (বালক ও বালিকা উভয়ের জন্য)

দৃষ্টিশক্তি: উভয় চোখে ৬/৬। চশমার পাওয়ার কোনো চোখেই (-) 2D–এর অধিক হবে না। অ্যাসটিগম্যাটিজমের ক্ষেত্রে Spherical Equivalent হিসাব করতে হবে।

আরও পড়ুন

ভর্তির তথ্য

  • পরীক্ষাকেন্দ্র: MCSK (মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা) ক্যাম্পাস

  • শ্রেণি: সপ্তম (বয়েজ ও গার্লস ক্যাডেট)

  • আবেদনের শেষ তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৩

  • পরীক্ষার তারিখ: ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত।

  • mcsk.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

  • আবেদন ফি: ২৫০০ টাকা

লিখিত পরীক্ষার বিষয়

সর্বমোট ২০০ নম্বর। বাংলা (৫০), ইংরেজি (৫০), গণিত (৫০) ও সাধারণ জ্ঞান ও আইকিউ (৫০)। সময় ২ ঘণ্টা।

আরও পড়ুন

অযোগ্যতা

  • গ্রস নক নী (Gross Knock Knee), ফ্লাট ফুট (Flat Foot), কালার ব্লাইন্ড (Colour Blind) ও অতিরিক্ত ওজন (Over Weight), ভেরিকস ভেইন (Varicose vein)

  • এ্যাজমা (Asthma), মৃগী (Epilepsy), হৃদরোগ (Heart Disease), বাত (Arthritis), বাতজ্বর (Rheumatic Fever), যক্ষা (Tuberculosis),পুরাতন আমাশয় (Chronic Dysentery), হেপাটাইটিস (Hepatitis), ডিওডেনাল আলসার (Duodenal Ulcer), রাতকানা (Night Blindness),যে কোন প্রকার ডায়াবেটিস (Diabetes), হেমোফাইলিয়া (Haemophilia), অতিমাত্রার এ্যালার্জি (Severe Allergy), শারীরিক অক্ষমতা (Physical Disability), মানসিক ও শারীরিক সমস্যা (Mental/Physical Problem), বয়স কম/বেশি (Over/Under Ages), অধিক মাত্রায় আঞ্চলিক ভাষার সমস্যা (Severe Local Accent), শৃঙ্খলাজনিত কারনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার ((Withdrawal from any School on Discipline Ground), বিছানায় প্রসাব করা ইত্যাদি রোগে আক্রান্ত।

  • লিখিত, মৌখিক, স্বাস্থ্যগত ও মনোস্তাত্তিক পরীক্ষার যে কোন একটিতে অকৃতকার্য হলে।

  • স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ।

আরও পড়ুন

অনলাইনে আবেদন করার কাগজপত্র

  • পাসপোর্ট সাইজের ছবি (সাইজ ৩০০×৩০০ পিক্সেল ও সবোর্চ্চ ১০০ কিলোবাইট–JPEG)।

  • পরীক্ষার্থীর স্বাক্ষর (সাইজ ৩০০×১০০ পিক্সেল ও সবোর্চ্চ ৭০ কিলোবাইট–JPEG)।

  • জন্মনিবন্ধন সনদ (সবোর্চ্চ ৪০০ কিলোবাইট–JPEG)।

  • প্রধান শিক্ষক কর্তৃক ৬ষ্ঠ অথবা সমমানের (যেকোনো মাধ্যম) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল এবং রোল নম্বর উল্লেখপূর্বক সনদপত্র। পরীক্ষার ফলাফল

  • প্রকাশিত না হয়ে থাকলে প্রধান শিক্ষক কর্তৃক এই মর্মে সনদ প্রদান করতে হবে যে, ‘(নাম............... রোল নং......... অত্র স্কুলে ৬ষ্ঠ শ্রেণি/সমমানের বার্ষিক পরীক্ষায় (বাংলা/ইংরেজী) .......... মাধ্যম/ভার্সন-এ অংশগ্রহণ করেছে এবং পরীক্ষায় কৃতকার্য হবে) (সবোর্চ্চ ৪০০ কিলোবাইট - JPEG)।

যোগাযোগ

মোবাইল: ০১৭৬৯৫৬৪০৮০, ০১৭৬৯৫৬৪০৮১ (এই নম্বর ২৯ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত খোলা থাকবে)

আরো বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন mcsk.edu.bd

আরও পড়ুন