অধ্যায় ২
৫১. কোনটি প্রকৃত বীজ দ্বারা বংশবিস্তার করে?
ক. আদা খ. হলুদ
গ. ফুলকপি ঘ. কলা
৫২. বীজ উৎপাদনের সর্বমোট ধাপ কতটি?
ক. ৮টি খ. ৯টি
গ. ১০টি ঘ. ১১টি
৫৩. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্তত শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?
ক. ১ ভাগ খ. ২ ভাগ
গ. ৩ ভাগ ঘ. ৪ ভাগ
৫৪. বীজ সংগ্রহের সময় কোন তথ্যটি জানতে হবে?
ক. বীজের তাপ খ. বীজের চাপ
গ. বীজের আর্দ্রতা ঘ. বীজের খাদ্য
৫৫. বীজ সংগ্রহের জন্য কতটি বিষয় জানতে হয়?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
৫৬. আলুর ঢলে পড়া কোন ধরনের রোগ?
ক. পুষ্টি ঘাটতিজনিত রোগ
খ. ছত্রাকজনিত রোগ
গ. ভাইরাসজনিত রোগ
ঘ. ব্যাকটেরিয়াজনিত
৫৭. আলুর মড়ক রোগ কোনটি?
ক. দাদ রোগ খ. ঢলে পড়া রোগ
গ. আর্লি ব্লাইট ঘ. লেইট ব্লাইট
৫৮. জাব পোকা আলু গাছের কী খায়?
ক. পাতা খ. রস
গ. ডাল. ঘ. শেকড়
৫৯. মাটির ওপরে গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলাকে কী বলে?
ক. রোগিং খ. মালচিং
গ. হাম পুলিং ঘ. সোর্কিং
৬০. ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
ক. ফসল বীজ খ. জৈব সার
গ. কীটনাশক ঘ. সঠিক সেচ
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১.গ ৫২.খ ৫৩.খ ৫৪.গ ৫৫.খ ৫৬.ঘ ৫৭.ঘ ৫৮.খ ৫৯.গ ৬০.ক
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা