এসএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
৫১. পাওয়ারপয়েন্টের Slide-এর ছোট সংস্করণ কোথায় দেখা যায়?
ক. থাম্বনেইল ভিউয়ে
খ. প্যালেটে
গ. স্নাইড লে-আউটে
ঘ. হ্যান্ড আউটে
৫২. Save কমান্ড কোন মেনুতে থাকে?
ক. এডিট খ. ফাইল
গ. টুলস ঘ. টেবিল
৫৩. প্রেজেন্টেশন সেভ করতে হলে কোন কমান্ডে যেতে হবে?
ক. ওপেন
খ. ফাইল মেনুর Save
গ. এডিট মেনুর save as
ঘ. Ctrl + O
৫৪. Save As ডায়ালগ বক্সের কোথায় ফাইলের নাম লিখতে হয়?
ক. save name খ. slide layout
গ. File name ঘ. save as
৫৫. স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য যা প্রয়োজন—
i. স্লাইডে খোলা ও সিলেক্টেড রাখা
ii. স্লাইডটি নিষ্ক্রিয় করে দেওয়া
iii. Design মেনুতে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. পাওয়ারপয়েন্টে নতুন স্লাইড যুক্ত করার জন্য কোন মেনুতে যেতে হয়?
ক. Home খ. Edit
গ. Insert ঘ. Format
৫৭. নতুন স্লাইড যুক্ত করার কিবোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl + N খ. Ctrl + M
গ. Ctrl + O ঘ. Shift + M
৫৮. কোনো স্লাইড মুছে ফেলার জন্য কোন বোতামে চাপ দিতে হবে?
ক. Exit খ. Reset
গ. Cancel ঘ. Delete
৫৯. স্লাইড ট্রানজিশনের নমুনা দেখতে হলে—
i. Animations মেনুতে যেতে হবে
ii. ট্রানজিশন নমুনার তির চিহ্নের ব্যবহার করতে হবে
iii. Apply to All বোতামে ক্লিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য কিবোর্ডের কোন বোতামে চাপ দিতে হয়?
ক. F1 খ. F4
গ. F12 ঘ. F5
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৫১.ক ৫২.খ ৫৩.খ ৫৪.গ ৫৫.খ ৫৬.খ ৫৭.খ ৫৮.ঘ ৫৯.ক ৬০.ঘ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা