তৃতীয় অধ্যায়
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
প্রশ্ন: যতিচিহ্ন কেন ব্যবহার করা হয়?
উত্তর: লেখার সময়ে মনের ভাব যাতে অর্থ অনুযায়ী সঠিকভাবে প্রকাশ পায়, তাই যতিচিহ্ন ব্যবহার করা হয়।
প্রশ্ন: মুখের ভাষায় যতিচিহ্ন লাগে না কেন?
উত্তর: মুখে কথা বলার সময় বাক্যের বিভিন্ন স্থানে আমরা প্রয়োজন অনুযায়ী থামতে পারি এবং বাক্যের ধরন অনুযায়ী কণ্ঠস্বরের পরিবর্তন করতে পারি। তাই মুখের ভাষায় যতিচিহ্ন লাগে না।
প্রশ্ন: লেখার ভাষায় যতিচিহ্ন কেন দিতে হয়?
উত্তর: লেখার ভাষায় বাক্যের সমাপ্তি বোঝানোর জন্য, বাক্যের বক্তব্য ও ভাব স্পষ্ট করে প্রকাশ জন্য যতিচিহ্ন দিতে হয়।
প্রশ্ন: বাক্যের শেষে কোন কোন যতিচিহ্ন বসে?
উত্তর: বাক্যের শেষে ৩টি যতিচিহ্ন বসে। যথা: দাঁড়ি (।), প্রশ্নচিহ্ন (?), বিস্ময়চিহ্ন (!)
প্রশ্ন: বাক্যের ভেতরে কোন কোন যতিচিহ্ন বসে?
উত্তর: কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (-), হাইফেন (-) ইত্যাদি।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা