[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ৩
১৭. কোনো পরিবাহকের রোধ—
i. তাপমাত্রা বাড়লে বৃদ্ধি পায়
ii. দৈর্ঘ্য বাড়লে বৃদ্ধি পায়
iii. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. রোধের উষ্ণতা সহগ নির্ভর করে—
i. পদার্থটির দৈর্ঘ্যের ওপর
ii. পদার্থটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর
iii. উপাদানের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯. এক কিলোওয়াট ঘণ্টা = কত জুল?
ক. 3.6 × 105 খ. 3.6 × 106
গ. 3.6 × 103 ঘ. 3.60
২০. কির্শফের সূত্রগুলো কোনটি?
ক. ∑i = 0 ও ∑iR = 0
খ. ∑iR = 0 ও ∑i = ∑E
গ. ∑i = 0 ও ∑iR = ∑E
ঘ. ∑R = 0 ও ∑i = 0
২১. তাপের যান্ত্রিক সমতার একক কোনটি?
ক. ক্যালরি/গ্রাম খ. জুল/ক্যালরি
গ. ক্যালরি/জুল ঘ. জুল–ক্যালরি
২২. তাপমাত্রা থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া সম্ভব কোন প্রক্রিয়ায়?
ক. সিবেক খ. পেলশিয়ার
গ. থমসন ঘ. সমতা
২৩. হুইটস্টোন ব্রিজ নীতির ভিত্তিতে পরিচালিত হয়—
i. পোস্ট অফিস বক্স
ii. পটেনশিওমিটার
iii. মিটার ব্রিজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.গ ২১.খ ২২.ক ২৩.গ
মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]