এইচএসসি ২০২৩ - অর্থনীতি ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৫১. মোট আয়ের সূত্র কোনটি?

ক. TR= TC × P

খ. TR - TC

গ. TR = P × Q

ঘ. TR = TC × Q

৫২. একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্ত কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৫৩. মনোপলি বাজারের বৈশিষ্ট্য হলো—

i. একজন ক্রেতা ও অনেক বিক্রেতা

ii. একজন বিক্রেতা ও অনেক ক্রেতা

iii. বিকল্প দ্রব্যের অনুপস্থিতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. বাজারের উপাদান হলো—

i. দ্রব্য

ii. ক্রেতা ও বিক্রেতা

iii. নির্দিষ্ট দাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. সরকার বাজারকে প্রসারিত করতে পারে—

i. ভর্তুকি নীতি দিয়ে

ii. বাণিজ্য নীতি উদারীকরণ করে

iii. আর্থিক নীতি সহজীকরণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

৫৬. সমজাতীয় দ্রব্য বলতে বোঝায়—

i. দ্রব্যের গঠন ও গুণগত দিক থেকে

অভিন্ন

ii. দ্রব্যের একক হলো পূর্ণ পরিবর্তক

iii. পণ্যগুলো পৃথকীকরণ সম্ভব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৭. পূর্ণ–প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বাধীনতা থাকে—

i. অবাধ প্রবেশে

ii. মূল্য নির্ধারণে

iii. উৎপাদনের পরিমাণ নির্ধারণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৮. একচেটিয়া বাজারে AR ও MR রেখা—

i. নিম্নগামী

ii. সমান্তরাল

iii. MR রেখা AR রেখার নিচে অবস্থান করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. ডুয়োপলি বাজারের শর্ত হলো—

i. দুজন বিক্রেতা

ii. অসংখ্য ক্রেতা

iii. সমজাতীয় পণ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬০. নতুন প্রতিযোগীর প্রবেশে বাধা নেই—

i. পূর্ণ–প্রতিযোগিতামূলক বাজারে

ii. একচেটিয়া বাজারে

iii. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫১.গ ৫২.ক ৫৩.গ ৫৪.ঘ ৫৫.গ ৫৬.ক ৫৭.খ ৫৮.খ ৫৯.ঘ ৬০.খ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

আরও পড়ুন