এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
৩১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কতজন চিকিৎসা সমাজকর্মী নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানিকভাবে চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয়েছিল?
ক. একজন খ. দুজন
গ. তিনজন ঘ. চারজন
৩২. সমাজকল্যাণ পরিদপ্তর গঠিত হয় কখন?
ক. ১৯৬০ সালে খ. ১৯৬১ সালে
গ. ১৯৬২ সালে ঘ. ১৯৬৩ সালে
৩৩. রোগীর সুস্থতার পর কোনটি করা দরকার?
ক. পুনর্বাসন
খ. পুনর্মূল্যায়ন
গ. ভালোভালো খাবার গ্রহণ
ঘ. ওষুধ সেবন
৩৪. চিকিৎসা সমাজকর্মের নাম পরিবর্তন করে হাসপাতাল সমাজসেবা করার যৌক্তিকতা নিচের কোনটি?
ক. ব্যক্তিগত পুনর্গঠন
খ. দলীয় পুনর্গঠন
গ. রাজনৈতিক পুনর্গঠন
ঘ. প্রশাসনিক পুনর্গঠন
৩৫. হাসপাতাল সমাজসেবা রোগীর মধ্যে কী আনয়নের ভূমিকা রাখে?
ক. সচেতনতা খ. শিক্ষা
গ. মূল্যবোধ ঘ. সংহতি
৩৬. যেসব দেশের মানুষের জন্য চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব অপরিসীম—
i. অনুন্নত
ii. উন্নত
iii. উন্নয়নশীল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. Rapport কাদের মধ্যে গড়ে ওঠে?
ক. সমাজকর্মী ও সাহায্যার্থীর পরিবার
খ. সমাজকর্মী ও সাহায্যার্থী
গ. সমাজকর্মী ও চিকিৎসক
ঘ. সাহায্যার্থী ও চিকিৎসক
৩৮. রোগ মুক্তির পর অনেকে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হয় কেন?
ক. টাকাপয়সার অভাবে
খ. ওষুধের অভাবে
গ. চিকিৎসার অভাবে
ঘ. পুনর্বাসনের অভাবে
৩৯. চিকিৎসা সমাজকর্মী রোগী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কোন কৌশল ব্যবহার করেন?
ক. জরিপ খ. কেস স্টাডি
গ. সাক্ষাৎকার ঘ. পর্যবেক্ষণ
৪০. রোগী ও তার পরিবারের স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সম্পর্কে কে জ্ঞান দিয়ে থাকেন?
ক. সমাজকর্মী খ. সাংবাদিক
গ. নার্স ঘ. হাসপাতাল কর্তৃপক্ষ
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩১.খ ৩২.খ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ক ৩৬.গ ৩৭.খ ৩৮.ঘ ৩৯.গ ৪০.ক
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা