সংক্ষেপে জেনে রাখি - নিডারিয়া পর্ব, কিলোক্যালরি, মানুষের দৃষ্টিভঙ্গি, হরমোনের ব্যবহার

নিডারিয়া পর্ব

নিডারিয়া পর্বের অধিকাংশ প্রাণী হলো সামুদ্রিক। এরা সমুদ্রে একা বা দলবদ্ধভাবে বসবাস করে থাকে। এদের দেহের বর্ণ অত্যন্ত বিচিত্র এবং দৈহিক গঠন বিভিন্ন ধরনের হওয়াতে সমুদ্রে বিভিন্ন ধরনের সুন্দর কাঠামো তৈরি করে থাকে। এদের বর্ণ ও গঠনভিন্নতা সমুদ্রের সৌন্দর্য বৃদ্ধি করে বলে এদেরকে সাগরের অলংকার বলা হয়।

কিলোক্যালরি

খাদ্যে তাপশক্তি মাপের একক হলো কিলোক্যালরি। খাদ্য থেকে দেহের ভেতর যে তাপ উৎপন্ন হয়, তা ক্যালরিতে প্রকাশ করা হয়। ১০০০ ক্যালরিতে এক কিলোক্যালরি। দেহের শক্তির চাহিদাও কিলোক্যালরিতে নির্ণয় করা হয়।

মানুষের দৃষ্টিভঙ্গি

মানুষে মানুষে দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখা যায়। চিন্তাচেতনা, অনুভূতি, বিশ্বাস ইত্যাদি মানুষের দৃষ্টিভঙ্গির সমষ্টি। শৈশবে শিশুর দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে পিতামাতার চিন্তাধারা থেকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। এই দৃষ্টিভঙ্গিই জীবনকে পরিচালিত করে।

হরমোনের ব্যবহার

অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখাকলমের মূল উৎপাদনে সাহায্য করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থান পূরণে সাহায্য করে। অক্সিন প্রয়োগে ফলের মোচন বিলম্বিত হয়। বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে।

আরও পড়ুন