অধ্যায় ৩
৬১. বলের মাত্রা কত?
ক. ML-1T2 খ. ML-1T-1
গ. MLT-2 ঘ. MLT-1
৬২. ক্রিয়া বল (F1) ও প্রতিক্রিয়া বল (F2)–এর মধ্যে সম্পর্ক কোনটি?
ক. F1 = F2 খ. –F1 = –F2
গ. F1 > F2 ঘ. F1 + F2 = ০
৬৩. কোনটির গতি ঘর্ষণ বেশি হবে?
ক. প্রাইভেট কার খ. ট্রাক
গ. বাইসাইকেল ঘ. মোটরসাইকেল
৬৪. ঘর্ষণ সীমিত করার উপায় হলো—
i. ঘর্ষণ তলকে মসৃণ করা
ii. লুব্রিক্যান্ট ব্যবহার করা
iii. খাঁজকাটা তল ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৫. নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি ভূমিকা রাখে?
ক. গতি খ. ওজন
গ. ভর ঘ. ঘর্ষণ
৬৬. কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ করলে বেগ কত গুণ হবে?
ক. চার গুণ খ. দ্বিগুণ
গ. সমান ঘ. অর্ধেক
৬৭. ‘G’–এর মাত্রা কোনটি?
ক. [M-1 L-1 T-3]
খ. [M-1 L3 T-2]
গ. [M-1 L-2 T2]
ঘ. [M-1 L-1 T2]
৬৮. কর্দমাক্ত রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেলে কোন ঘর্ষণের সৃষ্টি হয়?
ক. প্রবাহী ঘর্ষণ খ. পিছলানো ঘর্ষণ
গ. স্থিতি ঘর্ষণ ঘ. আবর্ত ঘর্ষণ
৬৯. 5 kg ভরের একটি স্থির বস্তুর ওপর 100N বল 10s পর্যন্ত প্রয়োগ করা হলে 10s পরে বেগ কত ms-1 হবে?
ক. 10 খ. 20
গ. 150 ঘ. 200
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৬১.গ ৬২.ঘ ৬৩.খ ৬৪.ক ৬৫.ক ৬৬.ঘ ৬৭.খ ৬৮.খ ৬৯.ঘ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা