এসএসসি ২০২৩ - রসায়ন | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৭
১. বরফের সংকেত কোনটি?
ক. H2O খ. 2HO
গ. H2O2 ঘ. HO2
২. পানিকে জলীয়বাষ্পে পরিণত করতে কত তাপমাত্রা প্রয়োজন?
ক. 4oC খ. 50oC
গ. 100oC ঘ. 110oC
৩. বিক্রিয়ার দিকের ওপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৪. প্রকৃতপক্ষে প্রায় সব বিক্রিয়াই উপযুক্ত শর্তে কী হয়?
ক. একমুখী খ. উভয়মুখী
গ. সম্মুখমুখী ঘ. পশ্চাৎমুখী
৫. তাপোৎপাদী বিক্রিয়ায় ∆H এর মান কী হয়?
ক. ধণাত্মক খ. ঋণাত্মক
গ. শূন্য ঘ. অপরিবর্তিত থাকে
নিচের উদ্দীপক দেখে ৬ থেকে ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
N2+3H2 = 2NH3
৬. উৎপন্ন তাপের মান কত?
ক. 90kg খ. 92ky
গ. 102ny ঘ. 180ny
৭. উপযুক্ত প্রভাবক কোনটি?
ক. Ni খ. CO
গ. Fe ঘ. Cr
৮. অত্যানুকূল তাপের মান কত?
ক. 200°C
খ. 300°C
গ. (450-550)°C
ঘ. (450-850)°C
৯. অত্যানুকূল চাপের মান কত?
ক. (100-150)atp
খ. (150-200) atp
গ. (200-250) atp
ঘ. (250-350) atp
১০. HNO3 যৌগে ‘N’এর জারণ মান কত?
ক. +1 খ. +5
গ. +7 ঘ. +6
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১.ক ২.গ ৩.ক ৪.খ ৫.খ ৬.খ ৭.গ ৮.গ ৯.গ ১০.খ
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা