ইংরেজি ১ম পত্রে রিডিং ও রাইটিং টেস্ট—দুই অংশই গুরুত্বপূর্ণ
ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের ধরন ও উত্তর লেখার সঠিক কলাকৌশল জেনে নিয়ে উত্তর লিখবে।
∎ Reading Test-৫০ নম্বর
# Seen Passage: পাঠ্যবইয়ের Unit গুলো থেকে ১, ২ ও ৩ নম্বর প্রশ্ন প্রণয়ন করা হবে। এই অংশ থেকে দুটি Seen Passage থাকবে।
১ নম্বর প্রশ্নে সাতটি MCQ (বহুনির্বাচনি প্রশ্ন) থাকবে। প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নে চারটি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে। বিকল্প উত্তরগুলো থেকে সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করে লিখতে হবে।
২ নম্বর প্রশ্নটিতে Open ended (যার উত্তর fixed নয়) এবং cloze ended (যার উত্তর fixed) প্রশ্ন মিলিয়ে মোট পাঁচটি প্রশ্ন থাকবে। এই প্রশ্ন দিয়ে স্মৃতিশক্তি পরীক্ষা, সৃষ্টিশীলতা ও অনুধাবন ক্ষমতা, বিশ্লেষণ ও মূল্যায়ন শক্তি ইত্যাদি দেখা হয়।
# Seen Passage ২ (পাঠ্যবইয়ের) থেকে ৩ নম্বর প্রশ্ন করা হবে। Seen Passage ২–এর ওপর ভিত্তি করে ৩ নম্বর প্রশ্নে Gap filling without clues–থাকবে। এই প্রশ্নে পাঁচটি শূন্যস্থানসহ একটি passage থাকবে। শুধু উত্তরগুলো লিখতে হবে।
# Unseen Passage (পাঠ্যবইবহির্ভূত অনুচ্ছেদ): এই অনুচ্ছেদ অবলম্বনে ৪ ও ৫ নম্বর প্রশ্ন থাকবে।
৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে পাঁচটি শূন্যস্থান থাকবে। শূন্যস্থানগুলো table format–এ উপস্থাপিত হবে। সেগুলো যথাযথ তথ্যের মাধ্যমে উপস্থাপন করবে।
৫ নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রদত্ত unseen pasage –টির summary লিখতে হবে। Summary অংশে লেখা কমে তিন ভাগের এক ভাগ হবে। Summary-তে পরোক্ষ উক্তি, নিজস্ব শব্দমালা, সরল বাক্যমালা ব্যবহার করবে। সবকিছুই প্রদত্ত অনুচ্ছেদ অনুযায়ী লিখবে।
৬ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বাক্যগুলোকে ম৵াচিং করতে হয়। তিনটি কলাম থাকে। প্রতিটি কলামে পাঁচটি বাক্যাংশ থাকে। কলামগুলো থেকে বাক্যাংশ নিয়ে পাঁচটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয়।
৭ নম্বর প্রশ্নে আটটি এলোমেলোভাবে দেওয়া বাক্যকে ধারাবাহিকভাবে সাজাতে হবে। উত্তরপত্রে বাক্যগুলোর বাঁ পাশের বর্ণমালা সাজিয়ে লিখলেই চলবে। যেমন—
∎ Writing Test-৫০ নম্বর
৮ নম্বর প্রশ্নের উত্তরে একটি Paragraph লিখতে হবে। আলাদা আলাদা বিষয়ের ওপর কয়েকটি প্রশ্ন থাকবে। সেগুলোর আলোকে ২৫০ শব্দের মধ্যে Paragraph-টি লিখতে হবে। Paragraph-টি প্রকৃতি ও পরিবেশ, জীবন-জীবিকা, মানুষ–মানুষ সম্পকি৴ত ইত্যাদি–বিষয়ক হতে পারে।
৯ নম্বর প্রশ্নের উত্তরে একটি অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে হবে। যতটুকু দেওয়া থাকবে, তার সঙ্গে কমপক্ষে নতুন ১০টি বাক্য লিখে তাকে সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনে বেশি বাক্য লিখতে পারবে। গল্পটির একটি শিরোনাম (title) লিখতে হবে। শিরোনাম (title) লিখতে কিছুতেই ভুলবে না।
১০ নম্বর প্রশ্নে কিছু তথ্য-উপাত্তসহ একটি গ্রাফ অথবা চার্ট থাকবে। সেটিকে ব্যাখ্যা করতে হবে। সে জন্য কিছু বিশেষ শব্দমালা ব্যবহার করা হয়। যেমন-sharp increase, drastic fall, considerable development ইত্যাদি জাতীয় শব্দ।
১১ নম্বর প্রশ্নে ব্যক্তিগত পত্র অথবা ই-মেইল লিখতে হবে। ব্যক্তিগত পত্রটি ১৮০ থেকে ২০০ শব্দের মধ্যে লিখবে। পত্রটি ব্রিটিশ অথবা আমেরিকান রীতিতে লিখবে। উভয় রীতির মিশ্রণ করবে না। পত্র লেখার সময় খাতার মার্জিনের দিকে খেয়াল রাখবে। বাস্তব প্রয়োজনে তোমরা যেভাবে ই–মেইল লেখ, সেভাবেই ই–মেইল লেখার চেষ্টা করবে। ই–মেইলের content যেন সুন্দর হয়। আইডি, বিষয় ইত্যাদি ঠিকমতো লিখবে।
১২ নম্বর প্রশ্নের উত্তরে দৈনন্দিন জীবন ও অভিজ্ঞতার ভিত্তিতে একটি dialogue লিখতে হবে। কমপক্ষে ১০ জোড়া পূর্ণ বাক্য লিখবে, ৫টি প্রশ্ন বাক্য ও ৫টি উত্তর বাক্য লিখবে। শুধু hello, yes, no, thanks, welcome ইত্যাদি দিলেই হবে না।
ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা