এইচএসসি ২০২৪ - পৌরনীতি ও সুশাসন ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

২১. অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব পালন করে কোন বিভাগ?

ক. আইন বিভাগ খ. শাসন বিভাগ

গ. বিচার বিভাগ ঘ. প্রশাসনিক ট্রাইব্যুনাল

২২. ভিক্ষুককে ভিক্ষা দেওয়া এটা নিচের কোনটির সাথে সম্পৃক্ত?

ক. ধর্মীয় আইন

খ. নৈতিক আইন

গ. প্রথাভিত্তিক আইন

ঘ. সামাজিক আইন

২৩. ‘স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বোঝায় যদি উক্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ কাজে বাধার সৃষ্টি না হয়’—উক্তি কার?

ক. হার্বার্ড ম্পেন্সার

খ. অধ্যাপক ডাইসি

গ. অধ্যাপক লাস্কি

ঘ. অধ্যাপক ম্যাকাইভার

২৪. ‘সাম্য হলো সেসব সুযোগ-সুবিধার ব্যবস্থা, যাতে কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে অন্যের সুবিধার সাথে বিসর্জন দিতে না হয়’—উক্তিটি কার?

ক. এরিস্টটল

খ. অধ্যাপক উইলোবি

গ. অধ্যাপক গার্নার

ঘ. অধ্যাপক লাস্কি

২৫. কোন ধরনের সরকারব্যবস্থায় জনগণ বেশি স্বাধীনতা ভোগ করে?

ক. সমাজতন্ত্র খ. ধর্মতন্ত্র

গ. গণতন্ত্র ঘ. একনায়কতন্ত্র

আরও পড়ুন

২৬. কোনটি আইনের উৎস নয়?

ক. ধর্ম খ. আইন পরিষদ

গ. চিরাচরিত প্রথা ঘ. আমলাতন্ত্র

২৭. কোন দেশের সাধারণ আইন প্রথানির্ভর?

ক. যুক্তরাষ্ট্রের খ. বাংলাদেশের

গ. গ্রেট ব্রিটেনের ঘ. ফ্রান্সের

২৮. নিচের কোনটিকে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়?

ক. গণতন্ত্র খ. ধর্মতন্ত্র

গ. সমাজতন্ত্র ঘ. রাজতন্ত্র

২৯. অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি ব্যবহৃত হয়?

ক. দেওয়ানি আইন

খ. ফৌজদারি আইন

গ. আন্তর্জাতিক আইন

ঘ. সাংবিধানিক আইন

৩০. সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কোনটি?

ক. সত্তা খ. সমিতি

গ. আইন ঘ. প্রশাসন

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.গ ২২.খ ২৩.ক ২৪.ঘ ২৫.গ ২৬.ঘ ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.গ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন