প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - বাংলা (৯)
বাংলা বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ৭ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং দুটি অনুচ্ছেদ থেকে ৮ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে(৮+৭)=১৫।এবং একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০। বাংলায় মোট ২৫ নম্বর
সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও
১. কে ‘পল্লিকবি’ নামে খ্যাত হয়েছেন?
ক. জীবনানন্দ দাশ
খ. আহসান হাবীব
গ. জসীমউদ্দীন
ঘ. কাজী নজরুল ইসলাম
২. মুক্তিযুদ্ধে নূর মোহাম্মদ শেখের পদবি ছিল কোনটি?
ক. সিপাহি খ. ল্যান্স নায়েক
গ. ক্যাপ্টেন ঘ. কর্নেল
৩. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪৩ সালের ৮ মে
খ. ১৯৪৫ সালের ১৮ জুন
গ. ১৯৪৬ সালের ২০ মে
ঘ. ১৯৫৫ সালের ১৬ ডিসেম্বর।
৪. মুক্তিযোদ্ধাদের আক্রমণে শত্রুদের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল?
ক. ৪টি খ. ৭টি
গ. ১০টি ঘ. ১২টি
৫. আমরা বাংলা নববর্ষ উদ্যাপন করি কবে?
ক. ১ ফাল্গুন খ. ১ বৈশাখ
গ. ২৫ বৈশাখ ঘ. ১৬ আষাঢ়
৬. ফেব্রুয়ারির গান লেখা হয়েছে কীভাবে?
ক. কবির কলমে খ. বাংলা ভাষায়
গ. ভাইয়ের রক্তে ঘ. মায়ের কান্নায়
৭. ‘টেরাকোটা’ শব্দের অর্থ কী?
ক. মাটি পোড়ানো খ. নকশা ফলক
গ. শিল্পকর্ম ঘ. বিহার
৮. পাহাড়পুর বৌদ্ধ বিহারের অন্য নাম কী?
ক. শালবন বিহার খ. সোমপুর বিহার
গ. গোকুল বিহার ঘ. ময়নামতি
৯. শালবন বিহার প্রতিষ্ঠিত হয়েছে কোন শতকে?
ক. পঞ্চম শতকে খ. সপ্তম শতকে
গ. অষ্টম শতকে ঘ. দশম শতকে
সঠিক উত্তর: ১.গ ২.খ ৩.ক ৪.খ ৫.খ ৬.গ ৭.ক ৮.খ ৯.গ
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা