এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২১. সমাজকর্মের উদ্দেশ্য কী?

ক. সব মানুষের কল্যাণ

খ. দরিদ্রের কল্যাণ

গ. প্রতিবন্ধীদের কল্যাণ

ঘ. দুস্থদের কল্যাণ

২২. একটি হাসিমাখা বিশ্ব গড়ে তোলা সমাজকর্মের অন্যতম লক্ষ্য কীভাবে?

ক. দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের মাধ্যমে

খ. সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের মাধ্যমে

গ. ক্ষুধামুক্ত সমাজ গঠনের মাধ্যমে

ঘ. উন্নত সমাজ গঠনের মাধ্যমে

২৩. সমাজকর্ম মানুষকে কিসে সহায়তা করে?

ক. মনোবল সৃষ্টিতে

খ. প্রেরণা জোগাতে

গ. আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায়

ঘ. অর্থনৈতিক ক্ষেত্রে

২৪. সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?

ক. সমাজবিজ্ঞান

খ. রাষ্ট্রবিজ্ঞান

গ. সাধারণ বিজ্ঞান

ঘ. প্রায়োগিক বিজ্ঞান

আরও পড়ুন

২৫. কোনটি ছাড়া দেশের সার্বিক কল্যাণ সাধন সম্ভব নয়?

ক. নারীর ক্ষমতায়ন

খ. সাধারণ মানুষের ক্ষমতায়ন

গ. শিশুর ক্ষমতায়ন

ঘ. দরিদ্রের ক্ষমতায়ন

২৬. সমাজের সব মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো কোনটির গুরুত্বপূর্ণ লক্ষ্য?

ক. সমাজকর্মের খ. সমাজবিজ্ঞানের

গ. অর্থনীতির ঘ. পৌরনীতির

২৭. সমাজকর্ম মানুষের কল্যাণের লক্ষ্যে কোনটির ওপর গুরুত্ব আরোপ করে?

ক. অবাঞ্ছিত পরিবর্তন

খ. বাঞ্ছিত পরিবর্তন

গ. সামাজিক পরিবর্তন

ঘ. অর্থনৈতিক পরিবর্তন

২৮. ‘The Cultural Background of Personality’ গ্রন্থটির প্রণেতা কে?

ক. ফিকটে খ. রালফ লিনটন

গ. ই এ হোবেল ঘ. ই এ হোয়াইট

২৯. সামাজিক উন্নয়ন ও পরিকল্পিত সামাজিক পরিবর্তনের নির্দেশক হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?

ক. সমাজকল্যাণ

খ. সামাজিক পরিকল্পনা

গ. সামাজিক নীতি

ঘ. সামাজিক কার্যক্রম

৩০. মানবসম্পদ উন্নয়ন কার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য?

ক. সমাজকর্মের

খ. সমাজবিজ্ঞানের

গ. অর্থনীতির

ঘ. পৌরনীতি ও সুশাসনের

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.ক ২২.গ ২৩.গ ২৪.ঘ ২৫.ঘ ২৬.ক ২৭.খ ২৮.খ ২৯.গ ৩০.ক

কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন