২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বসতি কাকে বলে?

বসতি

একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্র হয়ে স্থায়ীভাবে বসবাস করাকে মানব বসতি বলে।

গ্রামীণ বসতি

যে বসতির সংখ্যাগরিষ্ট অধিবাসী জীবিকা নির্বাহের জন্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বা কৃষির ওপর নির্ভরশীল, তাকে গ্রামীণ বসতি বলে।

শহুরে বসতি

যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অন্যান্য অকৃষিজ পেশায় নিয়োজিত থাকে, তাকে শহুর বসতি বলে।

∎ পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ—বসতি।

∎ প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র—নগর।

∎ সর্বাপেক্ষা শক্তিশালী প্রাচীন নগরী—রোম।

∎ বাংলাদেশের কোনো বসতির ‘শহর’ হিসেবে স্বীকৃতি লাভের জন্য কমপক্ষে ৫০০ জনসংখ্যা ও প্রতি বর্গকিলোমিটারে ১৫০০ জনের বসবাস থাকতে হবে।

∎ বাংলাদেশের প্রশাসনিক নগর ও বাণিজ্যিক নগর যথাক্রমে—ঢাকা ও চট্টগ্রাম।

∎ বিশ্বের জনসংখ্যার প্রায় ৪০% বাস করে—শহরে।

∎ নগরায়ণ নতুন মাত্রা ও গতি পায়—শিল্পবিপ্লবের পর।