গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: সমস্যা ও সমাধান (পর্ব-৩)
অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণিত ইশকুলের বন্ধুরা, তোমরা আমাদের এখানে যেকোনো গাণিতিক সমস্যা পাঠাতে পারো, আবার চাইলে যেকোনো সমস্যার সমাধানও পাঠাতে পারো। সেখান থেকে বাছাইকৃত লেখা ছাপা হবে প্রথম আলোর গণিত ইশকুলে।
প্রশ্ন:
চিত্রে AB = 6 হলে, লাল অংশের ক্ষেত্রফল কত ?
সমাধান:
মনে করি, বড় বৃত্ত, মাঝারি বৃত্ত ও ছোট বৃত্তের কেন্দ্র যথাক্রমে O1, O2, ও O3 । আবার, AB ও ছোট বৃত্ত , AB ও মাঝারি বৃত্ত, ছোট বৃত্ত ও বড় বৃত্ত এবং মাঝারি বৃত্ত ও বড় বৃত্ত এর স্পর্শবিন্দু যথাক্রমে E, E, C, D।
সমাধানের প্রয়োজনে ∆BCD ত্রিভুজ অঙ্কন করি। যেহেতু CD বড় বৃত্তের ব্যাস, সেহেতু ∠CBD = 90°। কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ।
আবার, ছোট ও মাঝারি বৃত্তদ্বয়ের E বিন্দুতে সাধারণ স্পর্শক AB। তাহলে O3E⊥AB ও O2E⊥AB। কারণ বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব। সুতরাং, CD⊥AB।
যেহেতু CD, O1 বিন্দুগামী এবং CD⊥AB, সেহেতু CD, AB-কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে, AE = BE = 6/2 = 3।
Power of point উপপাদ্য হতে পাই— AE∙BE = CE∙DE
বা, 3∙3 = CE∙DE
বা, CE∙DE = 9
বা, 2O3E∙2O2E = 9
বা, O3E = 9/4O2E … … … (i)
এখন, লাল অংশের ক্ষেত্রফল = π∙(O1C)2 - π∙(O2E)2 - π∙(O3E)2
= π∙(O2E + O3E)2 - π∙(O2E)2 - π∙(O3E)
= π∙{O2E + 9/(4∙O2E)}2 - π∙(O2E)2 - π∙{9/(4∙O2E)}2
= π∙(O2E)2 + 2∙π∙O2E∙9/(4∙O2E) + 81∙π/(16∙O2E)2 - π∙(O2E)2 - 81∙π/(16∙O2E)2
= 9π/2