এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | মানব–কল্যাণ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
মানব কল্যাণ
১১. সাহিত্যকর্মের জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হয়েছেন?
ক. বাংলা একাডেমি পুরস্কার
খ. আদমজী সাহিত্য পুরস্কার
গ. একুশে পদক
ঘ. জগত্তারিণী স্বর্ণপদক
১২. আবুল ফজল কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৮৮৩ সালে খ. ১৮৮৪ সালে
গ. ১৯৮৩ সালে ঘ. ১৯৮৪ সালে
১৩. ‘নিচের হাত’ কথাটির মানে কী?
ক. যে হাত পেতে গ্রহণ করে
খ. যে উপকার করে
গ. যে দান করে
ঘ. যে অপকার করে
১৪. যে হাত তুলে ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে, তাকে কী বলে?
ক. দাতা খ. গ্রহীতা
গ. অনুগৃহীত ঘ. অবমাননাকারী
১৫. ভিক্ষা গ্রহণকারীর দীনতা কিসে প্রতিফলিত হয়?
ক. মুখে খ. পোশাকে
গ. কথায় ঘ. সর্ব অবয়বে
১৬. জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে গড়ে তোলার বৃহত্তর দায়িত্ব কার?
ক. পরিবারের খ. সমাজের
গ. শিক্ষাপ্রতিষ্ঠানের ঘ. রাষ্ট্রের
১৭. ‘ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ।’—কথাটি কে বলেছেন?
ক. আবুল ফজল খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ইসলামের নবি ঘ. লালন শাহ
১৮. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধে ইসলামের নবি ভিক্ষুককে কী কিনে দিয়েছিলেন?
ক. খেজুর খ. রুটি
গ. কুড়াল ঘ. কোদাল
১৯. কোনটি সমাজের ক্ষুদ্রতম অঙ্গ?
ক. দল খ. পরিবার
গ. গোষ্ঠী ঘ. সংগঠন
২০. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধ অনুসারে কাঙালি ভোজন কিসের অবমাননাকর পদ্ধতি?
ক. মানবমর্যাদার খ. সামাজিক মর্যাদার
গ. ব্যক্তিমর্যাদার ঘ. জাতিগত মর্যাদার
সঠিক উত্তর
মানব কল্যাণ: ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.গ ১৯.খ ২০.ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা