গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: সমস্যা ও সমাধান (পর্ব-১৩)

অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণিত ইশকুলের বন্ধুরা, তোমরা আমাদের এখানে যেকোনো গাণিতিক সমস্যা পাঠাতে পারো, আবার চাইলে যেকোনো সমস্যার সমাধানও পাঠাতে পারো। সেখান থেকে বাছাইকৃত লেখা ছাপা হবে প্রথম আলোর গণিত ইশকুলে।

প্রশ্ন:

একটি ত্রিভুজের বাহুত্রয়ের মধ্যবিন্দু D, E, F দেওয়া আছে । ত্রিভুজটি অঙ্কন করো।

সমাধান:

১. D, E ; E, F , F, D যোগ করি।

২. D বিন্দুতে EF-এর সমান্তরাল, E বিন্দুতে DF-এর সমান্তরাল এবং F বিন্দুতে DE-এর সমান্তরাল রেখা অঙ্কন করি । মনে করি, D বিন্দুতে EF-এর সমান্তরাল রেখা ও F বিন্দুতে DE-এর সমান্তরাল রেখা, D বিন্দুতে EF-এর সমান্তরাল রেখা ও E বিন্দুতে DF-এর সমান্তরাল রেখা এবং E বিন্দুতে DF-এর সমান্তরাল রেখা ও F বিন্দুতে DE-এর সমান্তরাল রেখা যথাক্রমে A, B ও C বিন্দুতে ছেদ করে।

৩. তাহলে, ∆ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।

প্রমাণ:

∆BDE ও ∆DEF হতে পাই—

∠BDE = ∠DEF    [∵ AB ∥ EF এবং DE এদের ছেদক]

∠BED = ∠EDF    [∵ BC ∥ DF এবং DE এদের ছেদক]

এবং DE সাধারণ বাহু।

∴ ∆BDE ≅ ∆DEF    [কোণ–বাহু–কোণ উপপাদ্য]

∴ BE = DF … … … (i)

আবার, ∆CEF ও ∆DEF হতে পাই—

∠CEF = ∠DFE    [∵ BC ∥ DF এবং EF এদের ছেদক]

∠CFE = ∠DEF    [∵ AC ∥ DE এবং EF এদের ছেদক]

এবং EF সাধারণ বাহু।

∴ ∆CEF ≅ ∆DEF    [কোণ–বাহু–কোণ উপপাদ্য]

∴ CE = DF … … … (ii)

(i) ও (ii) হতে পাই— BE = DF = CE

∴ E, BC-এর মধ্যবিন্দু।

একইভাবে প্রমাণ করা যায়— D, AB-এর মধ্যবিন্দু এবং F, AC-এর মধ্যবিন্দু।

অতএব, ∆ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।

আরও পড়ুন