এসএসসি ২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

পরিচ্ছদ ২৫

১. ‘আবেগ শব্দ’ কীভাবে ব্যবহৃত হয়?

ক. স্বাধীনভাবে খ. অনুমোদিতভাবে

গ. নিয়ন্ত্রিতভাবে ঘ. শর্ত সাপেক্ষে

২. অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে?

ক. সিদ্ধান্ত আবেগ খ. অলংকার আবেগ

গ. বিস্ময় আবেগ ঘ. সম্বোধন আবেগ

৩. ‘সম্বোধন আবেগ’ আছে নিচের কোন বাক্যে?

ক. ওহে, কী বলেছি, শুনেছ?

খ. নাহ, ওকে নিয়ে আর পারি না।

গ. আরে! তুমি আবার কখন এলে?

ঘ. দূর! ওসব কথা আমি বলিনি।

৪. ‘বেশ, তবে যাওয়াই যাক।’—এ বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশিত হয়েছে?

ক. সিদ্ধান্ত খ. প্রশংসা

গ. করুণা ঘ. অলংকার

৫. ‘ছি ছি! লোকটা পিছু ছাড়ছে না।’—কোন আবেগ বোঝায়?

ক. বিস্ময় খ. বিরক্তি

গ. সাপেক্ষ ঘ. কারণ

আরও পড়ুন

৬. ‘অবজ্ঞা’, ‘ঘৃণা’ ইত্যাদি প্রকাশিত হলে তাকে কোন ধরনের আবেগ বলে?

ক. আতঙ্ক আবেগ খ. বিরক্তি আবেগ

গ. বিস্ময় আবেগ ঘ. সম্বোধন আবেগ

৭. ‘আহা! বেচারার কত কষ্ট!’—এখানে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে?

ক. বিস্ময় খ. আতঙ্ক

গ. বিরক্তি ঘ. করুণা

৮. ‘কোমলতা’, ‘মাধুর্য’ ইত্যাদি বৈশিষ্ট্য কোন ধরনের আবেগের সঙ্গে সম্পর্কিত?

ক. সম্বোধন আবেগ খ. অলংকার আবেগ

গ. সিদ্ধান্ত আবেগ ঘ. করুণা আবেগ

৯. ‘হ্যাঁ, আমাদের জিততেই হবে’—এ বাক্যে ‘হ্যাঁ’ কোন ধরনের আবেগ?

ক. সিদ্ধান্ত খ. বিস্ময়

গ. অলংকার ঘ. সম্বোধন

১০. ‘ছি ছি! এ রকম কথা তার মুখে মানায় না।’—বাক্যটিতে কোন ধরনের আবেগ ব্যবহৃত হয়েছে?

ক. বিস্ময় আবেগ খ. করুণা আবেগ

গ. বিরক্তি আবেগ ঘ. আতঙ্ক আবেগ

সঠিক উত্তর

পরিচ্ছেদ ২৫: ১.ক ২.ক ৩.ক ৪.ক ৫.খ ৬.খ ৭.ঘ ৮.খ ৯.ক ১০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন