ষষ্ঠ শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | তথ্য আদান-প্রদান মাধ্যমগুলো চিহ্নিতকরণ
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
তথ্য আদান-প্রদানের মাধ্যম
আমাদের জীবনে তথ্য আদান-প্রদানে নানা ধরনের ঝুঁকি থাকে। আমাদের ব্যক্তিগত তথ্য অন্যের কাছে চলে যেতে পারে, এই ঝুঁকি কমানো ও ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য গোপনীয়তা রক্ষা করা দরকার।
এ জন্য আমরা একটি মানববন্ধন করব।
তথ্য আদান-প্রদানের মাধ্যম বা প্ল্যাটফর্ম
আমার নাম, বয়স, আমি কোন শ্রেণিতে পড়ি, এসব হচ্ছে তথ্য। আবার এগুলোকে ব্যক্তিগত তথ্যও বলা যায়।
আমার নাম, আমার বাবা-মা বা অভিভাবকের নাম, আমার বয়স, জন্মতারিখ, বাড়ির ঠিকানা, ইত্যাদি। অর্থাৎ এই তথ্যগুলোই হচ্ছে আমার পরিচয়, আর এগুলোই ব্যক্তিগত তথ্য।
এ ছাড়া ফোন নম্বর, ই-মেইল এর ঠিকানা, আমার স্বাক্ষর, আমার জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এসব ব্যক্তিগত তথ্যের মধ্যে পড়ে।
এসব তথ্য আমি নিজে জানাতে না চাইলে অন্য কারও জানার কথা নয় কিংবা জানতে হলে আমার অনুমতি নিয়ে জানবে। আর কী কী ব্যক্তিগত তথ্য আমাদের থাকতে পারে, তা নিচের ছকে লিখি।
ব্যক্তিগত তথ্যের তালিকা
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা