এইচএসসি ২০২৪ - রসায়ন ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১. আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কোনটি?

ক. PV = nRT খ. PV = sRT

গ. V = nRT ঘ. P = RT

১২. TDS কমানোর উপায়—

i. আয়ন বিমুক্তকরণ

ii. পাতন

iii. বিপরীত অভিস্রবণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. গ্যাস ব্যাপনের হার নির্ভর করে—

i. ঘনত্ব

ii. তাপমাত্রা

iii. মোলার ভর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. কোনটিকে পরমশূন্য তাপমাত্রা বলে?

ক. -273°C খ. +273°C

গ. -293°C ঘ. +373°C

১৫. WHO এর মতে, পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত ppm?

ক. 0.05 খ. 0.01

গ. 0.005 ঘ. 0.001

আরও পড়ুন

১৬. কোনটির প্রভাবে হাড় ভঙ্গুর হয়?

ক. Cb খ. Pb

গ. Cr ঘ. As

১৭. সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি?

ক. HCl খ. H2SO4

গ. H3PO4 ঘ. HNO4

১৮. অম্ল নীল লিটমাসকে কী করে?

ক. লাল খ. সবুজ

গ. নীল ঘ. সাদা

১৯. ক্ষারক লাল লিটমাসকে কী করে?

ক. লাল খ. সবুজ

গ. নীল ঘ. কালো

২০. বৈশ্বিক উষ্ণতা হ্রাস করতে—

i. কার্বন নিঃসরণ কমাতে হবে

ii. বেশি বেশি বনায়ন করতে হবে

iii. পেট্রোলিয়াম জ্বালানির ব্যবহার বাড়াতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ক ১২.ঘ ১৩.ঘ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.ক

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন