২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পূর্ব পাকিস্তান ও মুজিবনগর সরকার- পৌরনীতি ও সুশাসন ২য় পত্র | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামছবি: বিবিসি

অধ্যায় ২

৩১. পূর্ব পাকিস্তানে মৌলিক গণতন্ত্রীর সংখ্যা কত ছিল?

ক. ২০,০০০ খ. ৪০,০০০ 

গ. ৬০,০০০ ঘ. ৮০,০০০

৩২. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পায়?

ক. ১৬২টি খ. ১৬৫টি

গ. ১৬৭টি ঘ. ১৬৯টি

৩৩. মুজিবনগর সরকারকে শপথবাক্য পাঠ করান কে?

ক. অধ্যাপক মোজাফফর আহমেদ 

খ. অধ্যাপক ইউসুফ আলী 

গ. আবদুল হান্নান 

ঘ. আবদুল আজিজ

৩৪. মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের—

ক. ২৫ মার্চ খ. ২৬ মার্চ 

গ. ১০ এপ্রিল ঘ. ২০ মে

৩৫. ‘অপারেশন সার্চলাইট’ কত সালের কত তারিখে পরিচালিত হয়?

ক. ১৯৭১ সালের ২৫ মার্চ 

খ. ১৯৭১ সালের ২৬ মার্চ 

গ. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর 

ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

৩৬. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? 

ক. এম মনসুর আলী 

খ. তাজউদ্দীন আহমদ 

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

ঘ. সৈয়দ নজরুল ইসলাম

৩৭. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম 

খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

গ. তাজউদ্দীন আহমদ 

ঘ. এম মনসুর আলী

৩৮. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম 

খ. তাজউদ্দীন আহমদ 

গ. ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী 

ঘ. এ এইচ এম কামারুজ্জামান

৩৯. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?

ক. ১০টি খ. ১১টি 

গ. ১২টি ঘ. ১৩টি

৪০. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?

ক. সৈয়দ নজরুল ইসলাম 

খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

গ. খন্দকার মোস্তাক আহমেদ 

ঘ. তাজউদ্দীন আহমদ 

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.খ   ৩২.গ   ৩৩.খ   ৩৪.গ   ৩৫.ক   ৩৬.গ   ৩৭.গ   ৩৮.গ   ৩৯.খ   ৪০.খ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা