জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তর হতে চান, ফরম জমা ৩০ এপ্রিল পর্যন্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সামার সেমিস্টার-২০২৫–এ এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন—এই তিন শাখার পড়াশোনার সমন্বয়ে গঠন করা হয়েছে। বাংলাদেশে এটাই প্রথম উচ্চতর স্নাতকোত্তর প্রোগ্রাম।
* আবেদনের যোগ্যতা
১. যেকোনো বিষয়ে স্নাতক সম্মান/ স্নাতকোত্তর (পাস কোর্স)।
* কোর্স যা শেখানো হবে
১. প্রমিত ও শুদ্ধ বাংলার মৌল সূত্র
২. বাংলা বাচন ও বাংলা লেখার কৌশল
৩. সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশ উপযোগী লেখা
৪. দাপ্তরিক পরিসরে শুদ্ধ বাংলার ব্যবহার পদ্ধতি লেখা
৫. ভাষাবিজ্ঞান ও সংস্কৃতি অধ্যয়ন
৬. গবেষণা রীতি ও পদ্ধতি
৭. বাংলা ভাষা ও সাহিত্যে শিক্ষাদান পদ্ধতি
* কোর্সের বিশেষত্ব জেনে নিন
১. দক্ষ গবেষক ও শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে কোর্স
২. ক্লাস হবে শুক্র ও শনিবার
৩. প্রযুক্তির সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ
৪. বিরল ও বিপুল বইসংবলিত গ্রন্থাগার
৫. গবেষণা-সহায়ক কর্মপরিবেশ
৬. ব্যবহারিক কাজের মাধ্যমে শেখার সুযোগ
৭. রয়েছে অংশগ্রহণমূলক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবেশ
* কোর্সের ভর্তির তারিখ
১. ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৫
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২ মে ২০২৫
৩. পরিচিতিমূলক ক্লাস হবে: ৯ মে ২০২৫
৪. ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার
* বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: https://wmbangla.juniv.edu, https://juniv.edu/department/bangla