বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : পরিচ্ছদ ৩৭ | বাংলা ২য় পত্র - এসএসসি ২০২৪
পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
পরিচ্ছেদ ৩৭
১. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময়ে কী ধরনের শব্দের বদল হয়?
ক. কালবাচক
খ. স্থানবাচক
গ. ভাববাচক
ঘ. কালবাচক ও স্থানবাচক
২. প্রত্যক্ষ উক্তিতে কোন যতিচিহ্ন দিয়ে উক্তিকে আবদ্ধ করা হয়?
ক. সেমিকোলন খ. কোলন
গ. ড্যাশ ঘ. উদ্ধারচিহ্ন
৩. অর্থের সংগতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন হয়?
ক. সর্বনাম খ. বিশেষ্য
গ. বিশেষণ ঘ. অনুসর্গ
৪. প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কী পরিবর্তন হয় না?
ক. উদ্ধারচিহ্নের খ. ক্রিয়ার কালের
গ. ভাব বিশেষ্যের ঘ. নামবিভক্তির
৫. পরোক্ষ উক্তিতে ক্রিয়া রূপের পরিবর্তন হয় কী অনুযায়ী?
ক. কর্তা খ. কর্ম
গ. উদ্দেশ্য ঘ. বিধেয়
৬. বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?
ক. বচন খ. কথন
গ. বাচ্য ঘ. উক্তি
৭. প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথা কীভাবে উদ্ধৃত করা হয়?
ক. সরাসরি খ. বাঁকাভাবে
গ. অন্যের দ্বারা ঘ. ইঙ্গিতের মাধ্যমে
৮. প্রত্যক্ষ উক্তির যেখান থেকে উদ্ধারচিহ্ন শুরু হয়, পরোক্ষ উক্তিতে সেখানে যোজক ‘যে’ বসে এবং কি হয়?
ক. উদ্ধারচিহ্ন বহাল থাকে
খ. উদ্ধারচিহ্ন উঠে যায়
গ. সেমিকোলন বসে
ঘ. বাক্য সম্পূর্ণ হয়ে যায়
৯. উক্তি পরিবর্তনে বাক্যে ব্যবহৃত সর্বনামের পরিবর্তন প্রয়োজন হয় কেন?
ক. বাক্যকে ঠিক রাখার জন্য
খ. পদগুলো যথাস্থানে রাখার জন্য
গ. অর্থের সংগতি রক্ষার জন্য
ঘ. সর্বনাম সব সময় পরিবর্তনশীল বলে
১০. লোকটি বললেন, “আমি আগামীকাল এখানে আবার আসব।”—এটির পরোক্ষ উক্তি কী হবে?
ক. লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।
খ. লোকটি বললেন যে আমি আগামীকাল এখানে আবার আসব।
গ. লোকটি বললেন যে তিনি পরদিন এখানে আবার যাবেন!
ঘ. লোকটি বললেন যে তিনি আগামীকাল এখানে আবার আসবেন।
সঠিক উত্তর
পরিচ্ছদ ৩৭: ১.ঘ ২.ঘ ৩.ক ৪.খ ৫.ক ৬.ঘ ৭.ক ৮.খ ৯.গ ১০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা