<p>গত দুই দিন আমরা দেখেছি কিভাবে গুণ করতে হয়। </p><p>প্রথম দিন আমরা দেখেছি একটি বড় গুণ অংক কিভাবে করতে হয় এবং পাশাপাশি সংখ্যাগুলোকে যোগ করে কিভাবে গুণফল সঠিক হলো কিনা তা যাচাই করতে হয়।</p><p>দ্বিতীয় দিন আমরা দেখেছি সহজে কিভাবে ৯৯, ৯৯০ কিংবা ৯৯৯ এই জাতীয় বড় বড় সংখ্যা দিয়ে গুণ করতে হয়।</p><p>আজকে আমরা দেখব, গুণ্য ও গুণকের একটা, দুইটা অংক না থাকে অথবা গুণ্য ও গুণকের একটা দুইটা ঘর খালি রেখে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে সমাধান করব?<br></p><p>যেমন নিচের উদাহরণ দুটি লক্ষ কর,</p><p> ৮২৩</p><p><ins> ×১☐</ins></p><p>☐☐☐৫</p><p>অথবা,</p><p> ৪☐৭</p><p><ins> ×৭☐ </ins></p><p> ১৯☐☐</p><p><ins>৩☐০☐ </ins></p><p>☐☐০☐৮</p><p>এই দুটি উদাহরণের খালি ঘরগুলতে কোন কোন সংখ্যা বসবে তা কিভাবে বের করবে?<br></p><p>চলো আজকে আমরা সেটা নিয়েই কাজ করব।</p>