দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
দশম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৩
৪১. EPUB-এর পূর্ণ রূপ কোনটি?
ক. Electro Publication
খ. Electronic Publication
গ. Enormous Publication
ঘ. Easy Publication
৪২. কোন ফরম্যাটে প্রকাশিত ই-বুক ফিল্ডস রিডারে পড়া যায়?
ক. HTML খ. DBS
গ. Website ঘ. EPUB
৪৩. আইবুক রিডারের স্বকীয়তা নির্ধারক কোনটি?
ক. ইন্টারনেট
খ. আইবুক রিডারের নিজস্ব ফরম্যাট
গ. ই-বুক
ঘ. ফিল্ডস
৪৪. ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ—
i. মোবাইল ফোনে ভিডিওর ব্যবস্থা থাকা
ii. ভিডিও শেয়ারিং সাইট থাকা
iii. ই-বুকের ব্যবহার বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. কোন ধরনের ই-বুকে অ্যানিমেশন জুড়ে দেওয়া যায়?
ক. অনলাইনের ই-বুকে
খ. মুদ্রিত বইয়ের ই-বুকে
গ. চৌকস ই-বুকে
ঘ. সব ধরনের ই-বুকে
৪৬. ভিডিও যুক্ত করা যায় কোন ই-বুকে?
ক. ইনফো–গ্রাফিক্সে
খ. মুদ্রিত বইয়ের ই-বুকে
গ. ওয়েবিনাতে
ঘ. চৌকস ই-বুকে
৪৭. কুইজ ব্যবহারের ব্যবস্থা থাকে কোন ই-বুকে?
ক. ইন্টারনেটের ই-বুকে
খ. স্মার্ট ই-বুকে
গ. মুদ্রিত ই-বুকে
ঘ. শ্বেতপত্রে
৪৮. কোন ই-বুকে ত্রিমাত্রিক ছবির ব্যবহার করা যায়?
ক. স্মার্ট ই-বুকে খ. আইবুক রিডারে
গ. ফিল্ডসে ঘ. ই-পাবে
৪৯. কোন জাতীয় ই-বুক কেবল সুনির্দিষ্ট হার্ডওয়্যারের ভিত্তিতে চলে?
ক. ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক
খ. ডিজিটাল ই-বুক
গ. মুদ্রিত ই-বুক
ঘ. ইলেকট্রনিক ই-বুক
৫০. আইবুক কোন কোম্পানির তৈরি?
ক. গুগল খ. ওপেন কম্পিউটার্স
গ. ইয়াহু ঘ. অ্যামাজন
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৪১.খ ৪২.ঘ ৪৩.খ ৪৪.ক ৪৫.গ ৪৬.ঘ ৪৭.খ ৪৮.ক ৪৯.ক ৫০.খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা