এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৬১. শেয়ার অবলেখকের কমিশন ব্যবসায়ের কী ধরনের ব্যয়?

ক. মুনাফা জাতীয় খরচ

খ. সাধারণ খরচ

গ. প্রাথমিক খরচ

ঘ. মূলধন জাতীয় খরচ

৬২. যৌথ মূলধনী কোম্পানির মুনাফা যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয়, তাকে কী বলে?

ক. বোনাস খ. মুনাফা

গ. সুদ ঘ. লভ্যাংশ

৬৩. কোম্পানির হিসাবকাল শেষ হওয়ার পূর্বে মধ্যবর্তী কোনো সময়ে মুনাফার পর্যাপ্ততা বিবেচনা করে যে লভ্যাংশ প্রদান করা হয়, তাকে কী বলে?

ক. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ

খ. প্রস্তাবিত লভ্যাংশ

গ. ঘোষিত লভ্যাংশ

ঘ. দাবিহীন লভ্যাংশ

৬৪. প্রতিপূরক তহবিল কেন সৃষ্টি করা হয়?

ক. দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের জন্য

খ. স্বল্পমেয়াদি ঋণ পরিশোধের জন্য

গ. ব্যবসায়ের সম্পদ বৃদ্ধির জন্য

ঘ. ব্যবসার আর্থিক ভিত্তি মজবুত করার জন্য

৬৫. কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?

ক. সুনাম খ. ঋণের সুদ

গ. ট্রেডমার্ক ঘ. শেয়ার অধিকার

৬৬. সুনাম কারবারের কী?

ক. একটি আয় খ. একটি দায়

গ. একটি ব্যয় ঘ. একটি সম্পদ

৬৭. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় কখন?

ক. বছরের যেকোনো সময়

খ. হিসাবকালের শেষ তারিখে

গ. প্রতি মাসের শেষে

ঘ. প্রতি তিন মাসে

৬৮. কোনটি অসমন্বিত ব্যয়?

ক. মিস্ত্রির মজুরি খ. ক্রয় পরিবহন

গ. প্রাথমিক খরচ ঘ. কাঠ ক্রয়

৬৯. ঋণপত্রের ওপর বাট্টা আর্থিক বিবরণীর কোথায় দেখাতে হয়?

ক. বিশদ আয় বিবরণীর ব্যয়

খ. বিশদ আয় বিবরণীর আয়

গ. আর্থিক অবস্থার বিবরণীর দায়

ঘ. আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ

৭০. ধারে ক্রয় ১০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। রেওয়ামিলে ক্রয় ২,০০,০০০ টাকা এবং প্রদেয় হিসাব ১,৫০,০০০ টাকা। আর্থিক বিবরণীতে প্রদেয় হিসাব কত হবে?

ক. ১,৪০,০০০ টাকা

খ. ১,৫০,০০০ টাকা

গ. ১,৬০,০০০ টাকা

ঘ. ২,০০,০০০ টাকা

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৬১.ঘ ৬২.ঘ ৬৩.ক ৬৪.ক ৬৫.গ ৬৬.ঘ ৬৭.ঘ ৬৮.খ ৬৯.গ ৭০.ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা