অধ্যায় ৫
২১. মানুষের চোখের লেন্স কোন ধরনের?
ক. অপসারী খ. অভিসারী
গ. অবতল ঘ. সমতল
২২. কোনটি ক্ষীণ আলোতে সংবেদনশীল?
ক. কোণ খ. রেটিনা
গ. রড ঘ. কর্নিয়া
২৩. চোখের কোন অংশ রঙের অনুভূতি ও রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে?
ক. রেটিনা খ. রড
গ. কোণ ঘ. আইরিস
২৪. খুব কম আলো বা আবছা আলোয় সংবেদনশীল হয় নিচের কোনটি?
ক. কোন কোষ খ. অডিটরি স্নায়ুকোষ
গ. রডকোষ ঘ. ভেগাস স্নায়ুকোষ
২৫. আলোর তীব্রতার সামান্য হ্রাস-বৃদ্ধি বুঝিয়ে দেয় কোনটি?
ক. কোণকোষ খ. রেটিনা
গ. রডকোষ ঘ. অ্যাকুয়াস হিউমার
২৬. চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়?
ক. চোখের লেন্সে খ. রেটিনায়
গ. রডকোষে ঘ. কোণকোষে
২৭. চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয়?
ক. লেন্স
খ. রেটিনা
গ. অ্যাকুয়াস হিউমার
ঘ. ভিট্রিয়াস হিউমার
২৮. উত্তল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব তৈরি হয়?
ক. বাস্তব খ. উল্টো
গ. খর্বিত ঘ. বিবর্ধিত
২৯. শিশুর চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
ক. ৫ সে.মি. খ. ১০ সে.মি.
গ. ২০ সে.মি. ঘ. ২৫ সে.মি.
৩০. একজন স্বাভাবিক বয়স্ক লোকের চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
ক. ৫ সে.মি. খ. ১০ সে.মি.
গ. ১৫ সে.মি. ঘ. ২৫ সে.মি.
সঠিক উত্তর
অধ্যায় ৫: ২১.খ ২২.গ ২৩.গ ২৪.গ ২৫.গ ২৬.খ ২৭.খ ২৮.খ ২৯.ক ৩০.ঘ
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা