গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: সমস্যা ও সমাধান (পর্ব-১৫)

অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণিত ইশকুলের বন্ধুরা, তোমরা আমাদের এখানে যেকোনো গাণিতিক সমস্যা পাঠাতে পারো, আবার চাইলে যেকোনো সমস্যার সমাধানও পাঠাতে পারো। সেখান থেকে বাছাইকৃত লেখা ছাপা হবে প্রথম আলোর গণিত ইশকুলে।

প্রশ্ন:

∆ABC একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 একক এবং AOB, BOC ও COA বৃত্তচাপ তিনটি ত্রিভুজের কেন্দ্রে O বিন্দুতে মিলিত হয়। চাপগুলো দ্বারা গঠিত পাতার মতো অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি বের করো

সমাধান:

O, ∆ABC-এর কেন্দ্র বা পরিকেন্দ্র। তাহলে, O থেকে BC-এর ওপর অঙ্কিত লম্ব BC-কে সমদ্বিখণ্ডিত করবে। মনে করি, O থেকে BC-এর ওপর লম্ব OE। তাহলে, BE = CE = BC/2 = 1/2। OE-কে F পর্যন্ত বর্ধিত করি যেন OB = OF হয়। B, F ও C, F যোগ করি। তাহলে চিত্রটি হবে—

এখন, যেহেতু ∆ABC সমবাহু ত্রিভুজ এবং  O, ∆ABC-এর কেন্দ্র বা পরিকেন্দ্র, সেহেতু ∆OAB ≅ ∆OBC ≅ ∆OAC।

∴ OA = OB = OC … … … (i)

∠AOB = ∠AOC = ∠BOC = 120°

এবং ∠OBC = ∠OCB = ∠OCA = ∠OAC = ∠OAB = ∠OBA = 30°

এখন, ∆OBF ত্রিভুজে– ∠BOF = 60° এবং OB = OF। তাহলে, ∆OBF একটি সমবাহু ত্রিভুজ।

∴ OF = OB = BF … … … (ii)

(i) ও (ii) হতে বলা যায়— O, BOC বৃত্তচাপের কেন্দ্র এবং BF বা OF বা CF বৃত্তের ব্যাসার্ধ ।

আবার, ∆OBE ত্রিভুজে— tan(∠OBE) = OE/BE

বা, tan(30°) = OE/BE

বা, 1/√3 = OE/(1/2)

বা, OE = 1/2√3

∴ OF = 1/√3

এখন আমরা মূল সমস্যাটি সমাধানের জন্য একটি সূত্র জানব। সূত্রটি হলো—

একটি জ্যা ও বৃত্তের উপচাপ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল

= 1/2 × r2 × (πθ/180° – sinθ)

যেখানে, r = বৃত্তের ব্যাসার্ধ, θ = উপচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ।

∴ BO জ্যা ও BO উপচাপ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল

= 1/2 × (1/√3)2 × {(π × 60°)/180° – sin(60°)}

= 1/6 × (π/3 – √3/2)

= π/18 – √3/12

∴ একটি সম্পূর্ণ পাতার ক্ষেত্রফল

= 2 × (π/18 – √3/12)

= π/9 – √3/6

∴ পাতার মতো অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি

= 3 × (π/9 – √3/6)

= π/3 – √3/2

আরও পড়ুন