২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | তৃতীয় অধ্যায় : বাক্য

সপ্তম শ্রেণির পড়াশোনা

তৃতীয় অধ্যায়

  • সরল বাক্য

  • জটিল বাক্য

  • যৌগিক বাক্য

১. সরল বাক্য: যেসব বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে, সেগুলো সরল বাক্য। উদাহরণ: জসিম ভাত খায়।

২. জটিল বাক্য: যেসব বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, সেসব বাক্যকে জটিল বাক্য বলে। উদাহরণ: যে ছেলেটি গতকাল এসেছিল, সে আমার ভাই।

৩. যৌগিক বাক্য: একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। উদাহরণ: সীমা বই পড়ছে আর হাবিব ঘর গোছাচ্ছে।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা