ষষ্ঠ শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
অধ্যায় ২
১. কোনটি সঠিক প্রক্রিয়া?
ক. ইনপুট—মেমোরি — প্রসেসর—আটউপুট
খ. ইনপুট—মেমোরি—প্রসেসর—মেমোরি—আউটপুট
গ. আউটপুট—মেমোরি—প্রসেসর —ইনপুট
ঘ. আউটপুট—প্রসেসর—মেমোরি—ইনপুট
২. প্রসেসর কাজ প্রসেসিং করে কোথায় পাঠায়?
ক. ইনপুটে খ. আউটপুটে
গ. মেমোরিতে ঘ. অভ্যন্তরীণ প্রসেসরে
৩. কোনটি মেমোরি হতে তথ্য আদান-প্রদান করে?
ক. ইনপুট খ. আউটপুট
গ. প্রসেসর ঘ. মাদারবোর্ড
৪. কম্পিউটারের প্রসেসর মেমোরি থেকে তথ্য দেওয়া–নেওয়ার পর সেগুলো কী করে?
ক. সংরক্ষণ করে
খ. মুছে ফেলে
গ. প্রক্রিয়াকরণ করে
ঘ. সংশ্লেষণ করে
৫. প্রোগ্রামিং কী?
ক. বাংলা ভাষায় লেখা নির্দেশ
খ. ইংরেজি ভাষায় লেখা নির্দেশ
গ. কম্পিউটারের ভাষায় লেখা নির্দেশ
ঘ. ফরাসি ভাষায় লেখা নির্দেশ
৬. বিশ্বের বিভিন্ন ভাষা লেখা যায় কী দিয়ে?
ক. কি-বোর্ড খ. মাউস
গ. টাচস্ক্রিন ঘ. খ ও গ
৭. লিখতে ও ছবি অঙ্কন করতে নিচের কোনগুলো ব্যবহার করা হয়?
ক. কি-বোর্ড ও মাউস
খ. মাউস ও স্ক্যানার
গ. কি-বোর্ড ও স্ক্যানার
ঘ. কি-বোর্ড ও ডিজিটাল ক্যামেরা
৮. ডিজিটাল ক্যামেরা কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট ডিভাইস
খ. আউটপুট ডিভাইস
গ. স্টোরেজ ডিভাইস
ঘ. সাধারণ ডিভাইস
৯. কম্পিউটারে ছবি ঢোকাতে ব্যবহার করা হয় কোনটি?
ক. প্রিন্টার খ. মনিটর
গ. কি-বোর্ড ঘ. স্ক্যানার
১০. ওএমআর কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট খ. আউটপুট
গ. স্টোরেজ ঘ. প্রসেসিং
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.খ ২.গ ৩.গ ৪.গ ৫.গ ৬.ক ৭.ক ৮.ক ৯.ঘ ১০.ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা