এইচএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ : ব্যাকরণিক শ্রেণি
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ
৩১। অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ: আমি সন্তুষ্ট হলাম।
৩২। অশুদ্ধ: পরোপকার মানুষত্বের পরিচায়ক।
শুদ্ধ: পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক।
৩৩। অশুদ্ধ: বাড়ির মালিক যে চিঠি প্রদর্শন করেছিল, তা নয়।
শুদ্ধ: বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়।
৩৪। অশুদ্ধ: বিদ্যাণকে সকলে শ্রদ্ধা করে।
শুদ্ধ: বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে।
৩৫। অশুদ্ধ: মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে।
শুদ্ধ: মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
৩৬। অশুদ্ধ: যাবতীয় প্রাণীকুল এই গ্রহের বাসিন্দা।
শুদ্ধ: যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।
৩৭। অশুদ্ধ: রচনাটির উত্কর্ষতা অনস্বীকার্য।
শুদ্ধ: রচনাটির উত্কর্ষ অনস্বীকার্য।
৩৮। অশুদ্ধ: মাদকাশক্তি ভালো নয়।
শুদ্ধ: মাদকাসক্তি ভালো নয়।
৩৯। অশুদ্ধ: সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল।
শুদ্ধ: সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল।
৪০। অশুদ্ধ: তুমিই টাকাটি আত্মসাৎ করেছ।
শুদ্ধ: তুমিই টাকাগুলো আত্মসাৎ করেছ।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা