এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
৫১. ডেবিট নোট কে তৈরি করে?
ক. ক্রেতা
খ. সরবরাহকারী
গ. উৎপাদক
ঘ. বিক্রেতা
৫২. ক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয়?
ক. ভাউচার
খ. চালান
গ. ক্রেডিট নোট
ঘ. ডেবিট নোট
৫৩. ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয়?
ক. বিক্রয় ফেরত
খ. ক্রয় ফেরত
গ. দৈনিক ক্রয় বহি
ঘ. দৈনিক বিক্রয় বহি
৫৪. বিক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহৃত হয়?
ক. ভাউচার
খ. চালান
গ. ডেবিট নোট
ঘ. ক্রেডিট নোট
৫৫. নিচের কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত হিসাবভুক্ত করা হয়?
ক. ক্যাশমেমো
খ. চালান
গ. ডেবিট নোট
ঘ. ক্রেডিট নোট
৫৬. প্রকৃত জাবেদায় কোন লেনদেন লিপিবদ্ধ করা হয়?
ক. ধারে পণ্য ক্রয়
খ. বাকিতে যন্ত্রপাতি ক্রয়
গ. নগদ ক্রয়
ঘ. ধারে পণ্য বিক্রয়
৫৭. কোন বইকে সব বইয়ের রাজা বলা হয়?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. ক্রয় বই ঘ. বিক্রয় বই
৫৮. Ledge শব্দের অর্থ কী?
ক. কক্ষ খ. নিজ
গ. প্রাথমিক বই ঘ. তাক
৫৯. c/d–এর পূর্ণরূপ কোনটি?
ক. carried down
খ. credit discount
গ. carried discount
ঘ. credit down
৬০. কোনটি হিসাবের স্থায়ী ধাপ?
ক. জাবেদা
খ. খতিয়ান
গ. বিশেষ জাবেদা
ঘ. রেওয়ামিল
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১.ক ৫২.ঘ ৫৩.খ ৫৪.গ ৫৫.গ ৫৬.খ ৫৭ খ ৫৮.ঘ ৫৯.ক ৬০.খ
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা