২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শুরু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডের সপ্তম আসর

আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ডের সপ্তম আসর আয়োজন করতে যাচ্ছে আইসিটি বিভাগ।

ডিজিটাল ওয়ার্ল্ডের সপ্তম আসর আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়ছবি: সংগৃহীত

ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনের সপ্তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ৯ ডিসেম্বর। এটি চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আজ রোববার এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনের বিস্তারিত জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে ‘ডিজিটাল ওয়ার্ল্ড–২০২০’ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরদিন ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে একটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। যেখানে মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।

তৃতীয় দিন ১১ ডিসেম্বর একটি সেমিনার হবে। তাতে উপস্থিত থাকবেন ডব্লিউএইচওর মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য এবং অটিজমবিষয়ক ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ।

১১ ডিসেম্বর সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি অঙ্গনে বিভিন্ন ক্যাটাগরিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১২টি ক্যাটাগরিতে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল ওয়ার্ল্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে ভার্চ্যুয়াল মুজিব কর্নার থাকবে। এ ছাড়া ভার্চ্যুয়ালি প্রতিদিন সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণের জন্য www.digitalworld.org.bd এই ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশনের পর ভার্চ্যুয়াল ডিজিটাল ওয়ার্ল্ড দেখতে অ্যাপ ডাউনলোড করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বেসিসের সভাপতি আলমাস কবির ও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব রীনা পারভীন।