উইন্ডোজ ১১তে তথ্য মুছে ফেলার সময় সতর্কবার্তা না দেখিয়েই সেগুলো রিসাইকেল বিনে চলে যায়। চাইলেই খুব সহজেই সতর্কীকরণ বার্তা চালু করা যায় অপারেটিং সিস্টেমটিতে। এ জন্য প্রথমে রিসাইকেল বিনের ওপর মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিজ অপশন খুলতে হবে। এবার জেনারেল ট্যাব থেকে ডিসপ্লে ডিলিট কনফার্মেশন ডায়ালগ-এর বাঁ পাশে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই নির্বাচন করে ওকে করতে হবে। নতুন এ পরিবর্তনের ফলে কম্পিউটার থেকে কিছু মুছতে গেলেই সতর্কবার্তা দেখা যাবে। বার্তা মুছে ফেলার সময় ইয়েসে ক্লিক করলেই তথ্য রিসাইকেল বিনে চলে যাবে। সরাসরি তথ্য মুছে ফেলার জন্য ডোন্ট মুভ ফাইলস টু দ্য রিসাইকেল বিন, রিমুভ ফাইলস ইমিডিয়েটলি হোয়েন ডিলিটেড–এর পাশে টিক চিহ্নতে ক্লিক করতে হবে।