বেসিস তথ্যপ্রযুক্তি পুরস্কারজয়ীরা অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে অংশ নেবেন
জমকালো পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। পুরস্কার পাওয়া ব্যক্তিরা বলেছেন, এ অর্জন তাঁদের আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।
বেসিস জাতীয় তথ্যপ্রযুক্তি অ্যাওয়ার্ডস বিজয়ীরা অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ বাংলাদেশের প্রতিযোগী হিসেবে প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশ থেকে ৮০ সদস্যের প্রতিনিধিদল অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে অংশ নিচ্ছে।
রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম বলেন, ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা। আমরা এ উদ্যোগের সঙ্গে দীর্ঘ মেয়াদে থাকতে চাই।’
সভাপতির বক্তব্যে বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা সারা দেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করি এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করি। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো আমাদের তথ্যপ্রযুক্তি খাতের বিস্তৃত সম্ভাবনাগুলোই তুলে ধরছে। মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাকেও তুলে ধরছে।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রায় বেসিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারা দেশ থেকে ৩৫টি ক্যাটাগরিতে প্রকল্প বাছাই করে পুরস্কার প্রদান আমাদের তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বিরাট সম্মানের বিষয়। পাশাপাশি বিজয়ীরা আইসিটি অস্কারখ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে যাওয়ার সুযোগ পাচ্ছেন; যা নিঃসন্দেহে প্রতিযোগীদের উৎসাহিত করবে।’
এবারের প্রতিযোগিতায় বিজয়ী ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং বিভাগের বিজয়ী মনোয়ার ইকবাল বলেন, এ খাতের পুরস্কার তাঁদের সামনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে।
ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস বিভাগে বাগডুম ডটকমের প্রধান নির্বাহী মিরাজুল হক বলেন, ‘বাগডুম বাংলাদেশি সৃষ্টিশীলতাকে কেন্দ্র করে গ্রামীণ নারীদের ডিজিটাল এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আওতায় এনে শুরু করেছে কৃষ্টি, যা বাংলাদেশের প্রথম গ্রামীণ নারী উদ্যোক্তাভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম। জাতীয় আইসিটি পুরস্কার অর্জনের জন্য বাগডুম টিম, আইডিই এবং সব নারী উদ্যোক্তার কাছে আমরা কৃতজ্ঞ।’
ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস বিভাগে পুরস্কার পাওয়া ইয়োডার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালমান বলেন, প্রথমবারের মতো এ পুরস্কার পেয়ে ভালো লাগছে।
এবারে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেল—
১.
বিজনেস সার্ভিসেস ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড
২.
বিজনেস সার্ভিসেস আইসিটি সার্ভিস সল্যুশনসে হেলোটাস্ক লিমিটেড
৩.
বিজনেস সার্ভিসেস মার্কেটিং সল্যুশনসে অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড
৪.
বিজনেস সার্ভিসেস প্রফেশনাল সার্ভিসেসে অ্যান্ট বিজনেস নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড
৫.
কনজ্যুমার ব্যাংকিং, ইনস্যুরেন্স, ফিন্যান্সে লংকাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেড
৬.
কনজ্যুমার ডিজিটাল মার্কেটিংয়ে অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড
৭.
কনজ্যুমার মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টে কনটেন্ট ম্যাটার্স লিমিটেড
৮.
কনজ্যুমার রিটেইল অ্যান্ড ডিস্ট্রিবিউশনে এটুআই, আইসিটি বিভাগ
৯.
ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস কমিউনিটি সার্ভিসেসে শাটল
১০.
ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস এডুকেশনে ইয়োডা
১১.
ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস হেলথ অ্যান্ড ওয়েলবিঙ্গয়ে এটিআই লিমিটেড
১২.
ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস ইনডিজিনিয়াস সার্ভিসেসে ব্যাবিলন রিসোর্স লিমিটেড
১৩.
ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস রিজিওনাল অ্যান্ড রিমোট সার্ভিসেসে এখনি ডট কম লিমিটেড (বাগডুম ডটকম)
১৪.
ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস সাস্টেইলিবিটি অ্যান্ড এনভায়রনমেন্টে যুগ্ম জেনে ইনফোসিস লিমিটেড
১৫.
ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস সাস্টেইলিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট যুগ্ম স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন প্রকল্প, আইসিটি বিভাগ
১৬.
ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্রিকালচার সূর্যমুখী লিমিটেড
১৭.
ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং প্রাইডসিস আইটি লিমিটেড
১৮.
ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাইচেইন লজিস্টি সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস)
১৯.
ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সপোর্ট ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড
২০.
পাবলিক সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট ডিজিটাল গভর্নমেন্ট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
২১.
পাবলিক সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন সার্ভিস প্যারালা·লজিক ইনফোটেক
২২.
স্টুডেন্ট সিনিয়র ক্যাটাগরিতে আইডিইবি আইওটি এবং রোবটিক·গবেষণা ল্যাব
২৩.
স্টুডেন্ট টারশিয়ারি ক্যাটাগরিতে এইচএমসফট
২৪.
টেকনোলজির এআইপিএমে¯পায়ার লিমিটেড
২৫.
টেকনোলজি বিগ ডেটায় ক্র্যামস্ট্যাক লিমিটেড
২৬.
টেকনোলজি ইন্টারনেট অব থিংস বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেড
২৭.
ক্রস ক্যাটাগরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে পাইন সলিউশনস লিমিটেড
২৮.
ক্রস ক্যাটাগরি স্টার্টআপ এআরকম
২৯.
ক্রস ক্যাটাগরি স্টার্টআপ যুগ্ম সিগমাইন্ড
বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস বিজয়ীরা অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত হলেন। এ বছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আগামী ১৮-২৩ নভেম্বর ভিয়েতনামের হা লং বেতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে ৮০ সদস্যের প্রতিনিধিদল অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ অংশ নিচ্ছে।
বেসিসের উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সৌজন্যে তৃতীয়বারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে ১ হাজার ১৭৫টি প্রকল্প জমা পড়েছিল। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের তৃতীয় আসরে এবারে ৩৫টি ক্যাটাগরিতে ৬৯টি প্রতিষ্ঠান/প্রকল্পকে সম্মানিত করার পাশাপাশি ৩৭ জন বিচারক, আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে।