ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএস

প্রথম আলো ফাইল ছবি

ইউরোপের অন্য দেশের সঙ্গে লুক্সেমবার্গও উচ্চশিক্ষার জন্য অন্যতম গন্তব্য হয়ে উঠছে। দেশটি বিদেশি শিক্ষার্থীদের নানা বৃত্তি দেয়। এগুলোর অন্যতম একটি বৃত্তি হলো ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি। দেশটির অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠান ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এ বৃত্তি দেবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এ বৃত্তির জন্য আবেদন করতে আইইএলটিএস বাধ্যতামূলক নয়।

সুযোগ–সুবিধা

  • আংশিক অর্থায়ন: ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ বৃত্তির আওতায় নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেবে।

  • উপবৃত্তি: স্নাতকোত্তর শিক্ষার্থীরা দুই বছরে ১০ হাজার ইউরো পর্যন্ত অর্থ পেতে পারেন।

  • আবাসন–সুবিধা: লুক্সেমবার্গ সরকারের অর্থায়নে নির্বাচিত শিক্ষার্থীরা আবাসনের সুবিধা পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র

  • স্নাতক বা পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট ও প্রতিলিপি।

  • পারসোনাল স্টেটমেন্ট।

  • দুটি রেকমেন্ডেশন লেটার।

  • মোটিভেশন লেটার।

  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)।

  • প্রশংসাপত্রের অনুলিপি।

  • পূর্ববর্তী বছরের আয়করবিষয়ক নথি।

  • পারিবারিক অবস্থার বিবরণ।

প্রথম আলো ফাইল ছবি
আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

  • ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নন–ইইউ দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

  • স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের একাডেমিক ভালো রেকর্ড থাকতে হবে।

আরও পড়ুন

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৫।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য ও আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন