ইউজিসিতে ১ বছরের ফেলোশিপ, মিলবে ৬ লাখ টাকা, করুন আবেদন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

পাবলিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষকদের জন্য পোস্ট ডক্টরাল ফেলোশিপ দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ফেলোশিপের ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার টাকা পাবেন গবেষকেরা। ১২ মাস (১২*৫০০০০‍=৬ লাখ টাকা) এ অর্থ পাবেন শিক্ষকেরা। ফেলোশিপের জন্য নির্ধারিত আবেদনপত্র, তথ্য চার্ট ইউজিসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে।

আরও পড়ুন

কারা আবেদন করতে পারবেন—

  • আগ্রহী প্রার্থীকে অবশ্যই পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের শিক্ষক হতে হবে;

  • প্রার্থীর অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে;

  • আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে;

  • ফেলোশিপ শেষে প্রত্যেক ফেলোকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটে ফিরে যেতে হবে। কোনো কারণে তিনি ইউজিসির কাছে গ্রহণযোগ্য কোনো বৈধ কারণ ছাড়াই তাঁর গবেষণাকাজ বন্ধ করে দিলে তাঁকে ইউজিসি থেকে প্রাপ্ত অর্থ ফেরত দিতে হবে।

আরও পড়ুন

আবেদনের সফটকপি ইউজিসির পরিচালক (গবেষণা) বরাবর লিংকে পাঠাতে হবে।

আবেদনের শেষ কবে: আবেদন শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪।

আরও পড়ুন