সুইডেনের রয়েল ইনস্টিটিউট টেকনোলজিতে স্কলারশিপ, স্নাতক পাসে আবেদন, মিলবে টিউশন ফিসহ নানা সুবিধা

সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রধান ভাষা সুইডিশ হলেও স্ক্যান্ডিনেভিয়ানদের প্রতি ১০ জনের ৯ জনই সাবলীলভাবে ইংরেজিতে কথা বলেন। পড়াশোনা এবং চাকরির ক্ষেত্রের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের অন্যতম গন্তব্য সুইডেন। দেশটি সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দেয় বিদেশি শিক্ষার্থীদের। কেটিএইচ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সুইডেনের রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পান। বাংলাদেশের শিক্ষার্থীও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি সুইডেনের বৃহত্তম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি সুইডেনের স্টকহোমে অবস্থিত এবং প্রতিষ্ঠিত হয়েছিল ১৮২৭ সালে। ইউরোপের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি।

আরও পড়ুন

বৃত্তির সুযোগ-সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে

আবেদনের যোগ্যতা

  • স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

  • একাডেমিক ফল ভালো হতে হবে;

  • দ্বিতীয় বছরের স্কলারশিপের জন্য অবশ্যই প্রথম বছরে সন্তোষজনক ফল অর্জন করতে হবে;

  • কেটিএইচ স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে;

  • ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

আবেদনপদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন