পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ
বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে বিভিন্ন প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়। এ বৃত্তির আওতায় কোনো টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। বাংলাদেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
কমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
এ স্কলারশিপের আওতায় কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিভাগে পড়াশোনা করতে পারবেন শিক্ষার্থীরা। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেট্টিওলজি, অর্থ সায়েন্স (অ্যাপ্লাইড জিওলজি), এনভায়রনমেন্টাল সায়েন্স, ডাটা সায়েন্স, ম্যাথামেটিকস, ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল রিলেশনস, এআই, রিমোট সায়েন্স অ্যান্ড জিআইএস, ম্যানেজমেন্ট সায়েন্স, রসায়ন, প্রজেক্ট ম্যানেজম্যান্ট, বায়োসায়েন্স, ডেভেলভমেন্ট স্ট্যাডিজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার।
স্নাতকোত্তরের মেয়াদ ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর। শতাধিক শিক্ষার্থী এ বৃত্তি পাবেন।
সুযোগ-সুবিধা—
সম্পূর্ণ টিউশন ফি ১০০০ ডলার মওকুফ
ওয়ান টাইম অ্যাডমিশন ফি ৫৫০ ডলার মওকুফ
রেজিস্ট্রেশন ৩০০ ডলার মওকুফ;
ল্যাব/বেঞ্চ ফি ৩০০ ডলার মওকুফ
আবাসন সুবিধা
পরিবহন সুবিধা ও
স্বাস্থ্যবিমা।
আবেদনের যোগ্যতা
স্নাতকোত্তরে ১৬ বছরের ও পিএইচডির জন্য ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে;
স্নাতকোত্তরের জন্য স্নাতকে ন্যূনতম ২ দশমিক ৫ পেতে হবে;
পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩ পেতে হবে;
আইইএলটিএস এ ন্যূনতম ৫ স্কোর তুলতে হবে। অথবা টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৭০ স্কোর তুলতে হবে।
আবেদনের শেষ সময়
আগামী ৩০ জুন ২০২৫
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের বিস্তারিত জানতে এ আবেদনের পদ্ধতি দেখতে এখানে ক্লিক করুন।