শিক্ষাবৃত্তি প্রদান করল কৃষিবিদদের সংগঠন কেএফএইচ

কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ) সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে। এই শিক্ষার্থীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা শিক্ষাবৃত্তি পাবেন। সংগঠনটি কৃষিবিদদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। তিন বছর ধরে সংগঠনটি সারা দেশে তাদের নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করছে। গতকাল শুক্রবার শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি সংগঠনটি উপদেষ্টামণ্ডলী, আজীবন সদস্য এবং শিক্ষাবৃত্তির পৃষ্ঠপোষকদের সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে অপেক্ষমাণ তালিকা থেকে অন্য শিক্ষার্থীদেরও শিক্ষাবৃত্তির আওতায় আনা সম্ভব। সংগঠনের মহাসচিব মো. রফিকুল আলম খান বলেন, মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নিজেরাও যেন মানবিক কাজে সম্পৃক্ত থেকে সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে থাকতে পারেন, সে বিষয়ে সচেষ্ট হতে পরামর্শ প্রদান করেন।

শিক্ষাবৃত্তি কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ওয়াহেদুজ্জামান উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। কেএফএইচের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মনিরুল ইসলাম তাঁর বক্তব্যে শিক্ষাবৃত্তির পৃষ্ঠপোষকদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি শেষ না হওয়া পর্যন্ত বৃত্তি প্রদান অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সংগঠনের আজীবন সদস্য মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষার্থীদের পরিশ্রমী হওয়ার পরামর্শ প্রদান করেন এবং মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান।

ওই অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক জ্যেষ্ঠ সচিব মেসবাহুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার ও বিএফআরআইয়ের সাবেক মহাপরিচালক মো. গোলাম হোসেন। সভাপতিত্ব করেন কেএফএইচের চেয়ারম্যান মুহাম্মদ সামছুল ইসলাম।