ইতালিতে উচ্চশিক্ষা: স্কলারশিপ, খণ্ডকালীন চাকরিসহ আছে ‘১৫০ ওরে’র সুযোগ

ইউরোপীয় ইউনিয়নের সদস্য ইতালিতে আছে বিশ্বের প্রাচীনতম সব বিশ্ববিদ্যালয়। সময়ের বিবর্তনে পুরোনো শিক্ষাব্যবস্থার ক্রমাগত উন্নয়নের পটভূমিতে এগুলোয় জমেছে শত বছরের ঐতিহ্য। বর্তমানে আন্তর্জাতিক শিক্ষা কারিকুলাম ও স্কলারদের অভিজাত ফোরামগুলোতে সুপরিচিত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে থাকা বিদ্যাপীঠগুলো হলো পলিটেকনিকো ডি মিলানো (১২৩), স্যাপিয়েঞ্জা ইউনিভার্সিটি অব রোম (১৩৪) ও ইউনিভার্সিটি অব বোলোগনা (১৫৪)।

গ্লোবাল পিইও (প্রফেশনাল এমপ্লয়ার অর্গানাইজেশন) সার্ভিসেস ও ফোর্বসের মতে, ইউরোপ অর্থনীতিতে তৃতীয় এবং গোটা বিশ্বে নবম বৃহত্তম দেশ ইতালি। সেই সূত্রে ইন্টার্নশিপ, অন দ্য জব ট্রেনিং ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে দেশটিতে। চলুন ইতালিতে পড়াশোনার জন্য আবেদন পদ্ধতি, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপসহ বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রধান ভাষা ইতালিয়ান হলেও ইংরেজির প্রতি গুরুত্ব থাকায় প্রতিবছরই ভিড় বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের। বিশেষ করে মিলান, রোম ও তুরিন—ইউরোপের প্রধান শিক্ষার্থীবান্ধব শহরগুলোর মধ্যে অন্যতম।

শিক্ষার পাশাপাশি শেনজেনভুক্ত দেশটির যে ক্ষেত্রটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ থাকে, তা হলো পর্যটন। ইউএনডব্লিউটিও (ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন) অনুসারে, বিশ্ব পর্যটন র‌্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান চতুর্থ। এখন পর্যন্ত ইতালিতেই রয়েছে সর্বাধিক সংখ্যক ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (৫৯)। এগুলোর মধ্যে ৫৩টি সাংস্কৃতিকভাবে স্বীকৃত ও ৬টিতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের বিশেষত্ব।

* ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় কোনগুলো

পলিটেকনিকো ডি মিলানো, স্যাপিয়েঞ্জা ইউনিভার্সিটি অব রোম, ইউনিভার্সিটি অব বোলোগনা, ইউনিভার্সিটি অব পাডুয়া, পলিটেকনিকো ডি তুরিনো, ইউনিভার্সিটি অব মিলানো, ইউনিভার্সিটি অব নেপলস ফেদেরিকো-২, ইউনিভার্সিটি অব পিসা, ইউনিভার্সিটি অব ফ্লোরেন্স ও ইউনিভার্সিটি অব তুরিনো।

* জনপ্রিয় কয়েকটি বিষয়

চারুকলা, ফ্যাশন ডিজাইন, ব্যবসা ও ব্যবস্থাপনা, সামাজিক বিজ্ঞান ও মানবিক, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, মেডিসিন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, ফিন্যান্স, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি।

* আবেদনের উপায়

অন্য শেনজেন দেশগুলোর মতো ইতালিও শিক্ষা ক্ষেত্রে দুই সেমিস্টার পদ্ধতি মেনে চলে। প্রথম ভর্তি মৌসুমটি পরিচিত ফল ইনটেক নামে, যার আবেদন কার্যক্রম শুরু হয় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে যাবতীয় আবেদন শেষে কোর্স শুরু হয় সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে। এই সময়টিতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো সর্বাধিক সংখ্যক কোর্সে শিক্ষার্থী ভর্তি হন।

স্প্রিং নামের অপর ইনটেকটিতে আবেদন নেওয়া হয় জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। এগুলোর সময়সীমা থাকে অক্টোবর থেকে ডিসেম্বর। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ভর্তি শেষ করে কোর্স শুরু হয়।

এখানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য পৃথকভাবে তাদের নিজস্ব ওয়েব পোর্টালে আবেদন করতে হয়। আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র, খরচসহ সুনির্দিষ্ট ডেডলাইনগুলো ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ থাকে। এখানে খেয়াল রাখা উচিত যে একটি বিশ্ববিদ্যালয়ে শুধু একটি বিষয়ে আবেদন জমা দেওয়া যায়।

আরও পড়ুন

* প্রি-এনরোলমেন্ট

ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির একটি প্রধান বিষয় হলো প্রি-এনরোলমেন্ট। এটি যেকোনো কোর্সের জন্য আবেদন করার পূর্বশর্ত। এর জন্য শিক্ষার্থীকে ইউনিভার্সইটালি পোর্টালে নিবন্ধনের মাধ্যমে আবেদন করতে হয়।

এ সময় পছন্দের বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য ও নির্দেশনা পেতে এর ওয়েবসাইট গবেষণা ও অ্যাডমিশন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। অতঃপর নির্বাচিত অধ্যয়ন প্রোগ্রামের জন্য ইউনিভার্সইটালি সাইটে প্রয়োজনীয় সব নথি আপলোড দিতে হবে। এভাবে প্রি-এনরোলমেন্টের অনলাইন আবেদন শেষ করলে বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার প্রস্তুতির কাজ শুরু করা হবে।

এ সময় শিক্ষার্থীকে অধ্যয়ন ফি পরিশোধের জরুরি নির্দেশনা দেওয়া হবে। সাধারণত শিক্ষাবর্ষজুড়ে তিন কিস্তিতে এই ফি নেওয়া হয়। প্রথম কিস্তি নেওয়া হয় ভর্তির সময়। পরবর্তী কিস্তিগুলো সুনির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট ইউনিভার্সিটি থেকে জানানো হয়।

আরও পড়ুন

* আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

# অনলাইনে পূরণ করা পূর্ণ আবেদনপত্র

# একটি বৈধ পাসপোর্ট

# বিগত শিক্ষাগত যোগ্যতার নথি

# স্নাতক প্রোগ্রামের জন্য হাইস্কুল ডিপ্লোমা বা সমতুল্য সনদ এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট

# স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতকের সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট

# ডক্টরাল প্রোগ্রামের জন্য স্নাতকোত্তরের সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট

# ভাষার দক্ষতা পরীক্ষার ন্যূনতম স্কোর

# আইইএলটিএসে ৬ বা টোয়েফল আইবিটিতে ৫৯

# মাস্টার্সের জন্য আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ কিংবা টোয়েফল আইবিটি ৭৯

# পিএইচডির জন্য আইইএলটিএস স্কোর ৭ বা টোয়েফল আইবিটি ৯৬

# অধ্যয়ন ফি পরিশোধের রশিদ: তিন কিস্তির ন্যূনতম এক কিস্তি। অধিকাংশ ক্ষেত্রে এটি প্রায় ১২০ ও ১৮০ ইউরোর মধ্যে থাকে, যা ১৫ হাজার ৮৬২ থেকে ২৩ হাজার ৭৯৩ টাকার (১ ইউরো = ১৩২ দশমিক ১৮ বাংলাদেশি টাকা) সমতূল্য।

# সিভি

# স্টেটমেন্ট অব পারপাস

# একাধিক মোটিভেশন লেটার

# মেডিকেল সার্টিফিকেট ও স্বাস্থ্যবিমা

# জিম্যাট বা জিআরই পরীক্ষার ফলাফল (মাস্টার্সের জন্য)

# পোর্টফোলিও: সৃজনশীল ক্ষেত্রে আবেদনকারীদের জন্য

# গবেষণা প্রস্তাব: পিএইচডির জন্য

# যাঁর অধীন গবেষণা করা হচ্ছে, তাঁর সঙ্গে যোগাযোগের তথ্য এবং শিক্ষার্থীর গবেষণার তত্ত্বাবধান করবেন এই মর্মে একটি সম্মতিপত্র

# প্রাসঙ্গিক পাবলিকেশনের সারাংশ (প্রযোজ্য ক্ষেত্রে)

# কাজের অভিজ্ঞতার প্রমাণ, নির্বাচিত কিছু প্রোগ্রামের ক্ষেত্রে

# বিশ্ববিদ্যালয়, কোর্স ও প্রোগ্রাম বিশেষে আরও কিছু দরকারি কাগজ দিতে হতে পারে।

আরও পড়ুন

* স্টুডেন্ট ভিসার জন্য আবেদন পদ্ধতি

দীর্ঘমেয়াদি অধ্যয়নে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ইতালির টাইপ-ডি ভিসার জন্য আবেদন করতে হয়। ন্যাশনাল ভিসা নামে পরিচিত এই ভিসায় ৯০ দিনের বেশি ইতালিতে বসবাসের অনুমতি লাভ করা যায়। ভিসার মেয়াদ থাকে নির্বাচিত ফুল-টাইম স্টাডি প্রোগ্রামের পুরো সময়। বাংলাদেশি ছাত্রছাত্রীরা ইতালি অভিবাসনের গ্লোবাল পার্টনার ভিএফএস (ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসেস)-এর মাধ্যমে টাইপ-ডি ভিসায় আবেদন করতে পারবেন। ডাউনলোডের জন্য আবেদন ফরমটি পাওয়া যাবে এই লিংকে । এটি পূরণের পর প্রিন্ট করে নিজ হাতে সই করতে হবে এবং তারপর এর সঙ্গে প্রাসঙ্গিক নথিপত্রের সংযুক্তিসহ ভিসা আবেদনকেন্দ্রে জমা দিতে হবে।

* ভিসার আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র

# সম্পূর্ণরূপে পূরণ করা এবং নিজ হাতে সই করা জাতীয় (টাইপ-ডি) ভিসা আবেদনপত্র।

# সদ্য তোলা ২ কপি রঙিন ছবি।

# ছবিগুলো অবশ্যই আইসিএও (ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) ফরম্যাটের হতে হবে (আকার ৪ x ৩ দশমিক ৫ সেন্টিমিটার, সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ও সর্বোচ্চ বিগত ছয় মাসের মধ্যে তোলা)।

# প্রতিটি পৃষ্ঠার অনুলিপিসহ বৈধ পাসপোর্টের আসল কপি।

# পাসপোর্টের মেয়াদ শেনজেনভুক্ত যেকোনো দেশে পৌঁছার তারিখ থেকে পরবর্তী অন্তত তিন মাস হতে হবে। পাসপোর্টে কমপক্ষে দুটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে।

# ইতালির বিশ্ববিদ্যালয় বা এএফএএম ইনস্টিটিউটে (চারুকলা, সংগীত ও নৃত্যকলার প্রতিষ্ঠান) প্রি-এনরোলমেন্টের প্রমাণ (কেবল প্রি-এনরোলমেন্টের জন্য): ভর্তি ও অধ্যয়ন খরচ উল্লেখ করা আবশ্যক।

# ইতালির বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার।

# আবেদনকারীর আর্থিক স্বচ্ছলতার প্রমাণ: ছয় মাস ধরে বাংলাদেশে পরিচালিত যেকোনো ব্যাংক কর্তৃক জারি করা শিক্ষার্থীর ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট।

# কেউ স্পনসর করে থাকলে তাঁর আর্থিক সম্পদের প্রমাণ। বাংলাদেশের কোনো ব্যাংক থেকে দেওয়া স্পনসরের গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।

# স্পনসরের সঙ্গে পারিবারিক সম্পর্কের প্রমাণ (স্পনসর অবশ্যই রক্তের সম্পর্কের বা বৈবাহিক সূত্রে সম্পর্কিত হবেন)।

# স্কলারশিপ পেয়ে থাকলেও উপরোক্ত আর্থিক সম্পদের প্রমাণ প্রদর্শন করা অপরিহার্য।

# ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ স্বরূপ আইইএলটিএস (ন্যূনতম স্কোর ৬) সার্টিফিকেট: শংসাপত্র ইস্যুর তারিখ ভিসার আবেদনের তারিখের আগে দুই বছরের বেশি হওয়া যাবে না।

# ইতালিতে শিক্ষার্থীর বাসস্থানের প্রমাণ।

# অ্যাপার্টমেন্ট ক্রয় বা ভাড়া চুক্তি।

# একজন ইতালির নাগরিক বা দেশটিতে নিয়মিত বসবাসের পারমিটধারী বিদেশি নাগরিকের পক্ষ থেকে রেসিডেন্ট স্টেটমেন্ট। এর সঙ্গে স্টেটমেন্টে সইকারী ব্যক্তির পরিচয়পত্রের সংযুক্তির প্রয়োজন হবে।

# বিমানের অগ্রিম টিকেট বুকিংয়ের নথিপত্র।

# ভ্রমণবিমা: চিকিৎসা ফি, হাসপাতালে ভর্তি, প্রত্যাবাসন খরচসহ সর্বমোট ৩০ হাজার ইউরো (৩৯ লাখ ৬৫ হাজার ৪৮৬ টাকা)।

# বিবাহিত হলে বিবাহের শংসাপত্র, তালাকপ্রাপ্ত হলে বিবাহ-বিচ্ছেদের শংসাপত্র এবং বিধবা বা বিপত্নীকদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর মৃত্যুর শংসাপত্র।

আরও পড়ুন

* ভিসা আবেদন জমা ও বায়োমেট্রিক নিবন্ধন

আবেদনের যাবতীয় কাগজপত্র একসঙ্গে করে ভিএফএস-এ যাওয়ার জন্য অনলাইনে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। তবে - এই লিংকের মাধ্যমে যোগাযোগ করে আবেদনের কথা জানাতে হবে। তারপর ফরমে উল্লেখিত প্রার্থীর ই-মেইল ঠিকানায় অ্যাপয়েন্টমেন্টের দিনক্ষণ জানানো হবে। এই ই–মেইলের একটা প্রিন্ট নিয়ে সেটা ভিএফএসে আসার সময় সঙ্গে নিয়ে আসতে হবে। বাংলাদেশে ভিএফএস সেন্টারের ঠিকানা-

ঢাকা: নাফি টাওয়ার (৪র্থ ও ৫ম তলা), ৫৩, দক্ষিণ গুলশান অ্যাভিনিউ, গুলশান ১, ঢাকা ১২১২।

চট্টগ্রাম: ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম, (৫ম তলা) ১০২/১০৩ আগ্রাবাদ সি/এ। কমার্স কলেজ রোড, চট্টগ্রাম-৪১০০।

সিলেট: ৪র্থ তলা, নির্ভানা ইন কমপ্লেক্স, রামের দীঘির পাড়, মির্জাজঙ্গল রোড, সিলেট- ৩১০০।

যেকোনো সেন্টারের ক্ষেত্রে সকাল সাড়ে আটটা থেকে বেলা একটার মধ্যে উপস্থিত হওয়া জরুরি। ই-মেইলে উল্লেখিত তারিখে প্রার্থীর ছবি তোলা এবং ১০ আঙুলের ছাপ নেওয়ার মাধ্যমে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করা হবে। এর সঙ্গে প্রযোজ্য ক্ষেত্রে সাক্ষাৎকার নেওয়া হতে পারে। অবশেষে যাবতীয় কার্যক্রমের পর ভিসা ফিসহ আনুষঙ্গিক খরচ গ্রহণ সাপেক্ষে প্রার্থীকে একটি স্বীকৃতিপত্র বা রশিদ দেওয়া হবে।

আরও পড়ুন

* ভিসা প্রক্রিয়াকরণের সময় ও আনুষঙ্গিক খরচ

স্টাডি ভিসা প্রস্তুত হতে সাধারণত ন্যূনতম ২১ কর্মদিবস প্রয়োজন হয়। তবে কাগজপত্র যাচাইসহ নানা কারণে ভিসা হাতে পাওয়ার সময়টি আরও দীর্ঘায়িত হতে পারে।

ইতালির ভিএফএসের ওয়েবসাইট অনুসারে, টাইপ-ডি ভিসা ফি ৫০ ইউরো বা ৫ হাজার ৭৫০ টাকা। ভিএফএস গ্লোবাল সার্ভিস চার্জ বাবদ রাখা হয় ৩৮ ইউরো বা ৪ হাজার ৩৭০ টাকা। সঙ্গে অতিরিক্ত ব্যাংক ড্রাফট ২৭০ টাকা।

* পড়াশোনা ও জীবনযাত্রার সম্ভাব্য খরচ

বিষয়, প্রোগ্রামের স্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ইতালির অধ্যয়ন খরচে যথেষ্ট ভিন্নতা রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন মানের বিশ্ববিদ্যালয়গুলো বাজেটের তারতম্য নির্ধারণ করে দেয়। লিপস্কলারের তথ্যানুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অধ্যয়ন খরচ ৯০০ থেকে ৪ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় এটি ১ লাখ ১৮ হাজার ৯৬৫ থেকে ৫ লাখ ২৮ হাজার ৭৩২ টাকার সমান। অন্যদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্স মূল্য প্রতিবছর গড়ে ৬ থেকে ২০ হাজার ইউরো বা ৭ লাখ ৯৩ হাজার ৯৭ থেকে ২৬ লাখ ৪৩ হাজার ৬৫৭ টাকা।

ইতালির জনাকীর্ণ শহরগুলোর ওপর ভিত্তি করে ঠিক হয় জীবনযাত্রার ব্যয়ভার। লিপস্কলার ও নাম্বিও (গ্লোবাল লিভিং কস্ট ডেটাবেজ) অনুসারে, প্রধান শহরগুলোতে মাসিক জীবনযাত্রার খরচ নিম্নরূপ-

রোম: ৯৫৫ থেকে ১ হাজার ২০০ ইউরো

মিলান: ১ হাজার ইউরো

বোলোগনা: ১ হাজার থেকে ১ হাজার ২০০ ইউরো

ফ্লোরেন্স: ৮০০ থেকে ১ হাজার ৩০০ ইউরো

তুরিন: ৮৫০ থেকে ১ হাজার ৩০০ ইউরো। এই বাজেটগুলোতে জীবনযাত্রার সাধারণ নিত্যপ্রয়োজনীয় বিষয়গুলোর ব্যয়ভার বহন করা যায়।

* ইতালিতে স্কলারশিপের সুবিধা কেমন

শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য ব্যয়বহুল শহরগুলোতেই থাকতে হয়। এ ক্ষেত্রে সামগ্রিক খরচের চাপ সামলানোতে ব্যাপক ভূমিকা রাখে স্কলারশিপ। লিপস্কলারের মতে, ইতালির সর্বোচ্চ পর্যায়ের স্কলারশিপগুলো নিম্নরূপ-

১. ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের গভর্নমেন্ট স্কলারশিপে স্নাতক, মাস্টার্স বা পিএইচডির জন্য প্রতিবছর ৯ হাজার ইউরো মেলে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ১১ লাখ ৮৯ হাজার ৬৪৬ টাকার সমান।

২. ইউনিভার্সিটি অব বোলোগনার ইন্টারন্যাশনাল ট্যালেন্টস অ্যাট ইউনিবো স্কলারশিপ দেয় ৪ হাজার ৫০০ ইউরো এবং সম্পূর্ণ পড়াশোনার ফি মওকুফ।

৩. ইউনিভার্সিটি অব মিলানো বিশ্ববিদ্যালয়ের এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম শুধু মাস্টার্সের জন্য। এ বৃত্তিতে মেলে প্রতিবছর সর্বমোট আট হাজার ইউরো।

৪. স্নাতক বা স্নাতকোত্তরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ইউনিভার্সিটি অব পাডুয়া বিশ্ববিদ্যালয়ের পাডুয়া ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ। এটিও প্রতিবছর বরাদ্দ দেয় আট হাজার ইউরো।

শেনজেনের প্রসিদ্ধ স্কলারশিপ ইএমজেএমডি (ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার ডিগ্রি)। এটি ফুড ইনোভেশন অ্যান্ড প্রডাক্ট ডিজাইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করে। এ ছাড়া এর আওতায় রয়েছে সম্পূর্ণ বিমা, যাতায়াত, ইতালিতে পৌঁছার পরপরই প্রাথমিক সেটেল হওয়ার খরচ ও মাসিক ভাতা।

খণ্ডকালীন চাকরির সুযোগ আছে কি

ইতালিতে খণ্ডকালীন চাকরির জন্য স্টুডেন্ট ভিসার পাশাপাশি প্রয়োজন হবে রেসিডেন্ট ওয়ার্ক পারমিট। এই পারমিট সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা বা বছরে ১ হাজার ৪০ ঘণ্টা কাজের সুযোগ দেয়। তবে এই অনুমতি দিয়ে ব্যবসা করা যাবে না। খণ্ডকালীন চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় উপায় হচ্ছে ‘১৫০ ওরে’। ‘ওরে’ হচ্ছে ইতালীয় শব্দ, যার অর্থ ঘণ্টা। এই ব্যবস্থার মাধ্যমে মূলত নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে (সাধারণত প্রশাসনিক বিভাগে) সর্বোচ্চ ১৫০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরিসহ জনপ্রিয় কয়েকটি চাকরির তালিকা হলো: ক্যাশিয়ার ১১ ইউরো, প্যাকেজ হ্যান্ডলার ১১ ইউরো, ওয়েটার ১০ ইউরো, কাস্টমার সার্ভিস এজেন্ট ১৫ ইউরো, ডেলিভারি বয় ১৭ ইউরো, রিসেপশনিস্ট ১২ ইউরো ও স্টুডেন্ট কোলাবোরেটরে ১৪ ইউরো মেলে। ইতালির সবচেয়ে ধনী শহর হিসেবে মিলানের বাজারে চাকরির মজুরি তুলনামূলকভাবে বেশি। দ্বিতীয় পর্যায়ের রয়েছে রোম আর সবচেয়ে কম মজুরি পিসাতে। তথ্যসূত্র: ইউএনবি নিউজ