চীনে আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডির সুযোগ

ফাইল ছবি

চীনের চংকিং ইউনিভার্সিটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেবে। সিএসসি স্কলারশিপ নামের এ বৃত্তিতে আবেদন চলছে। চীন সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত এই স্কলারশিপে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত চংকিং ইউনিভার্সিটিতে বর্তমানে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

সুযোগ-সুবিধা—

  • মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩,০০০ ইউয়ান;

  • পিএইচডি প্রোগ্রামে মাসে ৩,৫০০ ইউয়ান;

  • রেজিস্ট্রেশন ফ্রি;

  • কোনো টিউশন ফি লাগবে না;

  • ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা;

  • চিকিৎসা বিমা সুবিধা;

আবেদনের যোগ্যতা—

  • চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে;

  • আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে);

  • আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে);

  • অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না;

দরকারি কাগজপত্র—

  • চীনা সরকার বৃত্তির আবেদন ফরম

  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)

  • একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব

  • দুটি সুপারিশপত্র

  • পাসপোর্টের একটি অনুলিপি

  • অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র।

আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি

৩ বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে আবেদনের বিষয়—

  • ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

  • ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

  • অ্যাকাউন্টিং

  • ডিজিটাল ইকোনমি

  • ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রেটিং

  • লজিস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট

  • নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি

  • আইন

  • কন্ট্রোল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

  • ইনস্ট্রুমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

  • সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

  • মেকানিকস

  • ড্রামা অ্যান্ড ফিল্ম

  • ডিজাইন।

আরও পড়ুন

৪ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে আবেদনের বিষয়—

  • ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

আবেদন করবেন যেভাবে—

আবেদনে আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনপদ্ধতিসহ অন্য যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মার্চ ২০২৫

আরও পড়ুন
আরও পড়ুন