যুক্তরাষ্ট্রে ৫ সপ্তাহ পড়াশোনা, স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী হলেই আবেদন
যুক্তরাষ্ট্রের ইউএস ইনস্টিটিউট (সুসি) প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কে পড়তে গ্লোবাল স্টুডেন্ট লিডারদের জন্য এই প্রোগ্রাম। ইউএস ইনস্টিটিউটসের ২০২৫ সালের গ্রীষ্মে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। পাঁচ সপ্তাহের এ প্রোগ্রাম ২০২৫ সালের ২৪ জুন শুরু হয়ে ২৬ জুলাই পর্যন্ত চলবে (তারিখ পরিবর্তন হতে পারে)।
ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ প্রোগ্রাম প্রতিষ্ঠানের পাঠক্রমকে জোরদার করতে এবং যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে বোঝাপড়াকে আরও গভীর করতে কার্যক্রমটি অধ্যয়ন ও দক্ষতা অর্জনের এক অনন্য সুযোগ এনে দেবে। এ বছরের প্রোগ্রামের নাম হলো ‘গ্লোবাল স্টুডেন্ট লিডারস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট’। প্রোগ্রামে পাঁচ সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে। বাকি এক সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে স্টাডি ট্যুরের সুযোগ রয়েছে।
এ প্রোগ্রামে একাডেমিক রেসিডেন্সি চলাকালে অংশগ্রহণকারীরা শ্রেণিকক্ষের বাইরে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন। রেসিডেন্সিতে সেমিনার, আলোচনা, পাঠ, দলীয় উপস্থাপনা ও বক্তৃতা থাকবে। কোর্সওয়ার্ক ও শ্রেণিকক্ষের ক্রিয়াকলাপগুলোর সঙ্গে শিক্ষামূলক ভ্রমণ, সাইট পরিদর্শন, নেতৃত্বের কার্যকলাপ ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করারও সুযোগ থাকবে। মার্কিন দূতাবাস এ প্রোগ্রামে আদিবাসী গোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, জাতিগত সংখ্যালঘুসহ ঐতিহাসিকভাবে কম প্রতিনিধিত্ব করা সম্প্রদায়ের অংশগ্রহণকারী ব্যক্তিদের স্বাগত জানায়।
আবেদনের যোগ্যতা
• বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একটি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে;
• বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে;
• জলবায়ুসংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকতে হবে;
• ইংরেজি ভাষায় (স্পিকিং, রিডিং, রাইটিং ও লিসেনিং) দক্ষতা থাকতে হবে;
• আবেদনের সময় স্নাতক অধ্যয়নের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে থাকতে হবে;
• এ প্রোগ্রাম শেষ হওয়ার পর বাংলাদেশে তাঁদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে হবে;
• যুক্তরাষ্ট্র সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে;
• একাডেমিক কৃতিত্ব থাকতে হবে, যেমন ভালো গ্রেড, পুরস্কার ও শিক্ষকের সুপারিশ;
• পাঠ্যক্রমবহির্ভূত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে;
• যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অধিবাসী হলে আবেদন করা যাবে না;
• বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মেশার আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে
ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া লিংকে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামের বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে। প্রোগ্রামবিষয়ক যেকোনো তথ্যের জন্য [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন শেষ কবে
আবেদনের শেষ তারিখ আগামী ১৪ নভেম্বর। ওই দিন বিকেল সাড়ে চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে।