জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দিতে উপাচার্যকে স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক নিয়োগ করা হলে অর্থনৈতিক সাশ্রয়, নিজস্ব মেধা ও অভিজ্ঞতার উন্মেষ, বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা, গবেষণা, উন্নয়ন হওয়াসহ বিভিন্ন বিষয়ে যৌক্তিকতা তুলে ধরা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি ও দপ্তর সম্পাদক কাজী আহাদ উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাঁদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের উন্নতি হবে। নিজস্ব শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিলে আর্থিক দিক থেকে সাশ্রয়ী হবে। প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও প্রয়োজন সম্পর্কে বেশি অবগত। তাঁরা দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।’

স্মারকলিপিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের গবেষণামূলক জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে এম রাকিব প্রথম আলোকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯ বছর চলছে, এত দিনেও বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। অথচ এসব শিক্ষার্থীই দেশের বিভিন্ন জায়গায় কৃতিত্বের সঙ্গে অবদান রাখছেন। তিনি বলেন, এখানে যাঁদের নিয়োগ দেওয়া হয়, তাঁরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে পারেন না এবং শিক্ষার্থীদের সীমাবদ্ধতাগুলো বুঝতেও তাঁদের কষ্ট হয়।